আপনি কতটা বুদ্ধিমান তা নির্ভর করে আপনার আইকিউ (IQ) কেমন তার উপর। কিন্তু আপনার আইকিউ কেমন কিভাবে বুঝবেন বা পরীক্ষা করবেন? আইকিউ পরীক্ষার জন্য অনেক ধরণের উপায় রয়েছে। তবে বহু চর্চিত উপায়টি হলো ধাঁধাঁ বা ব্রেন টিজারের (Brain Teaser) সমাধান করা। ধাঁধাঁর সমাধানের মধ্যে দিয়ে আইকিউ বাড়ানোও সম্ভব। গবেষণা বলছে, যারা নিয়মিত ধাঁধাঁ খেলেন বা পাজেল সমাধান করে তাদের মস্তিক খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে।
ব্রেন টিজার এর মধ্যে দিয়ে সহজেই আইকিউ বাড়ানো যায়। ব্রেন টিজার একটি মজার খেলা। আর ব্রেন টিজারের একটি অংশ হলো গাণিতিক ধাঁধাঁ (Math Puzzle)। অনেক সময় দেখা যায়, বাচ্চারা গণিত দেখে ভীষণ ভয় করে। শুধু বাচ্চা কেন প্রাপ্ত বয়স্করাও গণিত দেখে ভয় করে। তবে গাণিতিক ধাঁধা নিয়মিত সমাধান করলে গণিতের উপর থাকা ভয় দূর হয়।
আজকে এমনই এক গাণিতিক ধাঁধা আপনাদের দেব। আচ্ছা বলুন তো যদি 1=2 হয় এবং 2=12 হয়, তাহলে 3= কত?। এই গাণিতিক ধাঁধাঁর সমাধান করে উত্তর বের করতে হবে আপনাকে। এই ধরনের ধাঁধা দেখতে কঠিন মনে হলেও কিন্তু কঠিন নয়। মনোযোগ সহকারে ধাঁধাঁগুলি দেখলে সহজেই এর উত্তর বের করা যায়। এই গাণিতিক ধাঁধাটিও আপনি মনোযোগ সহকারে দেখুন এবং উত্তর লিখে জানান কমেন্ট বক্সে।
ইতিমধ্যে অনেকেই ধারাটি সমাধান করে ফেলেছেন। যারা ধাঁটির সমাধান ইতি মধ্যে করে ফেলেছেন তাদের আইকিউ সত্যিই ভালো। যারা সমাধান করতে পারলেন না মন খারাপ করার কিছু নেই, পরেরটা নিশ্চয়ই ভালো হবে। এই ধাঁটির সমাধান নিচে করে দেয়া হলো। যারা উত্তরটি দিতে পারলেন না তারা দেখে নিন ধাঁধাটির উত্তর। ধাঁধাটি হলো : 1=2 হলে, 2=12 হলে, 3=?
সমাধান : 1=1×2×1=2
2=2×3×2×1=12
3=3×4×3×2×1=72
Leave a Reply