সাম্প্রতিক সময়ে মানুষের অবসর সময় কাটানোর এক অন্যতম উপাদান হলো স্মার্টফোন। পূর্বে মানুষ ফাঁকা সময় পেলে পরিবারের সাথে বা বন্ধু, প্রিয়জনদের সাথে আড্ডা দিয়ে, গল্প করে সময় কাটাতো। কিন্তু বর্তমানে সেইসব আর দেখাই যায় না। বেশিরভাগ অবসর সময়টা মানুষ অনলাইনে কাটিয়ে দেয়। তবে এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের অবসর সময় কাটানোর পাশাপাশি মস্তিষ্ককে সচল রাখতেও বেশ সহায়তা করে। সেরকম একটি কাজ হল ধাঁধার সমাধান করা। ভাবছেন বিষয়টা খুব সহজ আদতে তা কিন্তু নয়।
পূর্বে স্কুলে ক্লাসের ফাঁকে বা বন্ধুদের সাথে খেলার সময় এক বন্ধু অপর বন্ধুকে যে ধাঁধা জিজ্ঞাসা করত এই ধাঁধা সেই ধাঁধা নয়। এই ধাঁধাগুলিকে বলা হয় ব্রেন টিজার। এই ধাঁধা খুব সহজেই সমাধান করা যায়। তবে তার জন্য প্রয়োজন হয় বুদ্ধির। তাই অনেকের ক্ষেত্রে এই ধাঁধার সমাধান বার করতে বেশ কঠিন মনে হতে পারে। কিন্তু একটু বুদ্ধি খাটালে এই ধাঁধার সমাধান খুব সহজেই বেরিয়ে আসে।
এই ধাঁধাগুলি এমন নয় যে মুখে বললেই তৎক্ষণাৎ মুখে উত্তর দিয়ে দেওয়া যায়। এই ধাঁধাগুলি বেশ মজার। কখনো অঙ্কের সরল দিয়ে দেওয়া থাকে বা কখনো কোনো প্যাটার্ন বা ডিজাইন দিয়ে তার সমাধান করতে বলে। আজকের এই প্রতিবেদনে সেরকমই একটি মজার ধাঁধা প্রকাশ করা হলো যে ধাঁধার মধ্যে লুকিয়ে আছে তার উত্তর।
আজকের এই প্রতিবেদনে যে ধাঁধাটি পেশ করা হয়েছে সেটি ম্যাচস্টিক পাজল অর্থাৎ দেশালাইয়ের কাঠি দিয়ে। এই দেশলাইয়ের কাঠি যুক্ত করে বা অপসারণ করে এই ধাঁধার সমাধান বার করতে হবে। এই ধাঁধাগুলি সমাধান করতে বেশ মজার লাগে। এর ফলে ব্যক্তির বুদ্ধিও বাড়ে। আজকের প্রতিবেদনে যে ধাঁধাটি পেশ করা হয়েছে সেই ধাঁধাটি হল-
8+3=6, যেকোনো দুটি কাঠি অপসারণ করে এই সমীকরণটি সমাধান করুন।
এই সমীকরণটি দেখে অনেকেই ভাবছেন কি করে সম্ভব এই সমীকরণটি সমাধান করা? খুবই সহজ। কিভাবে? দেখুন।
8+3=6
এই সমীকরণটি সমাধান করতে গেলে 8-এর বাঁদিকের লম্বালম্বি দ্বিতীয় স্টিক বা কাঠি এবং যোগ চিহ্নের লম্বালম্বি স্টিক বা কাঠি অপসারণ করলেই সমীকরণটি সমাধান হয়ে যাবে।
সমীকরণটি সমাধান করলে হবে 9-3=6।
Leave a Reply