যে কোন ব্রেন টিজার আপনার IQ টেস্টের পক্ষে খুবই কার্যকরী। এখানে সমস্যাটি হলো 9+2=7, 2 টি স্টিক সরিয়ে সমীকরণটি আপনাকে ঠিক করতে হবে। ম্যাচস্টিক পাজল হলো ব্রেইন টিজারগুলির মধ্যে অন্যতম। এই ধরনের জিনিসগুলো যথেষ্ট আকর্ষণীয় ও মজাদার, আপনার বুদ্ধির তীক্ষ্ণতা ও ক্ষমতা বাড়ানোর জন্য এইরকম ধাঁধাগুলোর জুড়ি মেলা ভার। এই ধরনের চ্যালেঞ্জ আপনার মস্তিষ্ককে আরো বেশি সক্রিয় করে তুলবে।
আপনি কি নিজের জ্ঞান ও প্রতিভার বিকাশ ঘটাতে চান? তবে এই ধরনের ধাঁধার সমাধান অবশ্যই করে দেখতে পারেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ম্যাচস্টিক পাজল অনেক পেয়ে থাকবেন। এগুলি বারবার অভ্যাসের ফলে আপনার দক্ষতা ও চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
স্বাভাবিকভাবে যেকোনো ধরনের ধাঁধার সমাধান করা সত্যিই খুব মজাদার এবং আকর্ষণীয়। তার উপর যখন আপনি ম্যাচস্টিক ধাঁধা সমাধান করছেন তখন আপনার সমস্ত মানসিক ক্ষমতা এবং যৌক্তিক সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ ঘটে। একটু বুদ্ধি খাটালে আপনি সহজে এই ম্যাচস্টিক পাজলগুলোর সমাধান করতে পারবেন। তবে সমস্যা সমাধানের আগে অবশ্যই আপনাকে ভালোভাবে তা পর্যবেক্ষণ করতে হবে। মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করার পর আপনি বুঝতে পারবেন ছোট্ট একটি পরিবর্তন করে আপনি ধাঁধাটির সমাধান করতে পারবেন।
আপনার সামনে একটি আকর্ষণীয় গাণিতিক ম্যাচস্টিক পাজল তুলে ধরা হলো। আপনাকে ধাঁধাটির সমাধান করার জন্য শুধুমাত্র 1টি কাঠি সরাতে হবে। আবার কিছুর জন্য আপনাকে 2 বা তার বেশি কাঠি সরাতে হবে। বিশেষ ক্ষেত্রে সমস্যাটি সংশোধন করতে আপনাকে 1 বা তার বেশি ম্যাচস্টিক যোগ করতে অথবা 1 বা তার বেশি ম্যাচস্টিক সরিয়ে ফেলতে হতে পারে। এই ব্রেন টিজার ম্যাচস্টিক ধাঁধাটি সত্যিই খুব কঠিন। যদি আপনি এই ধাঁধাটি সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে সত্যিই আপনি সাহসী এবং বুদ্ধিমান। তবে যদি ধাঁধাঁটির সমাধান করতে না পারেন নিরাশ হবেন না, কারণ বারবার চেষ্টা করার পর আপনি নিশ্চয়ই সফল হবেন। যতক্ষণ না আপনি নিজের বুদ্ধি খাটিয়ে এই গাণিতিক পাজলটির সমাধান করতে পারছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান। আর যদি না পারেন তবে দেখে নিন সমাধান…
স্টেপ ১-
স্টেপ ২-
Leave a Reply