1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
অঙ্কের ধাঁধা: 99, 82, 63, 50, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? বলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন - Newshost24

September 26, 2023, 9:59 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

অঙ্কের ধাঁধা: 99, 82, 63, 50, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? বলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন

অঙ্কের ধাঁধা: 99, 82, 63, 50, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? বলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন

অঙ্কের ধাঁধা: 99, 82, 63, 50, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? বলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন
অঙ্কের ধাঁধা: 99, 82, 63, 50, ?, বলুন তো জিজ্ঞাসা

Brain Teaser: বর্তমান সময় আগের চেয়ে অনেক বেশি উন্নত। আর তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাচ্চারাও সবকিছুতে অনেক বেশি এক্টিভ হয়ে উঠেছে। বলতে গেলে বাবা-মায়েরাই ছোট থেকেই সেই মতোন করেই তার সন্তানকে মানুষ করার চেষ্টা করেন। আর এই সবকিছুর কারণ হল এখনকার উন্নত সমাজ। যে কারণে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন বুদ্ধির খেলায় সামিল করা হয়। যাতে তারা নিজেদের বুদ্ধিকে আরও বেশি করে উন্নত করতে পারেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই।

বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারে (Twitter) আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা। আর যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে।

তবে, আজকের এই ব্রেন টিজারটির (Brain Teaser) মধ্যে একটি ছবি দেখা যাচ্ছে। আর এই ছবির মধ্যে দেখা যাচ্ছে একটি অঙ্কের সমীকরণ। যাতে লেখা রয়েছে 99, 82, 63, 50, ?। আর এই সিরিজটিকেই আপনাকে সমাধান করতে হবে। এই ধরণের পাজেল সমাধানের মাধ্যমে কোনো একজন ব্যক্তির মনোযোগ ক্ষমতা ও পর্যবেক্ষণ ক্ষমতা ঠিক কতখানি তা নিমেষেই বোঝা সম্ভব হয়। এমনকি ওই ব্যক্তির ধৈর্য্য শক্তি ঠিক কতখানি তারও প্রমান পাওয়া যায়।

আপনি যদি ইতিমধ্যেই এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরে থাকেন তাহলে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী। আর যারা বোঝেননি সেক্ষেত্রে চিন্তা করার কারণ নেই। আমারা আপনাদের যথাযথ ব্যাখ্যার মাধ্যমে এই অঙ্কের সমাধানটি বুঝিয়ে দেব। চলুন তবে দেখে নেওয়া যাক সমাধানটি।

এখানে যে সমীকরনটি দেওয়া আছে তা হল- 99, 82, 63, 50, ?। এই সমীকরনটিকে যদি যথাযথ আকারে সাজানো হয় তাহলে দাঁড়াবে 99, 82, 63, 50, 35। কিন্তু এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগবে যে, 35 কীভাবে এল? সেক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক সমাধানটি। আমরা যদি এই গোটা সমীকরণটিকে ভেঙে লিখি সেক্ষেত্রে বিষয়টি দাঁড়াবে-

10² – 1 = 99
9² + 1 = 82
8² – 1 = 63
7² + 1 = 50
6² – 1 = 35

অঙ্কের ধাঁধা: 99, 82, 63, 50, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? বলতে পারলেই আপনি চ্যাম্পিয়ন

তাহলে এবার বুঝে গেলেন নিশ্চই কিভাবে অঙ্কটি সমাধান করা হল।


#অঙকর #ধধ #বলন #ত #জজঞস #চহনর #জযগয #কত #বসব #বলত #পরলই #আপন #চযমপযন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews