September 27, 2023, 5:32 am
কমবেশি সকলেই প্রায় ফটোগ্রাফি পছন্দ করেন। এই কারণে তাদের অনেকেরই ইচ্ছে হয় ডিএসএলআর ক্যামেরা কেনার। তবে এই ক্যামেরার দাম এতোটাই বেশি যে তা সাধারণ মানুষের পক্ষে সবসময় কেনা সম্ভব হয় না। তবে আজ আমরা এমন কয়েকটি স্মার্টফোনের কথা আপনাদের বলবো যেখানে থাকা ক্যামেরা রীতিমতো টেক্কা দিতে পারে ডিএসএলআর’কেও। তাই এই স্মার্টফোনগুলি কিনলে সহজেই আপনি ডিএসএলআর ক্যামেরার মতোন ফটো তুলতে পারবেন।
Apple iPhone 14 Pro Max: এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ফোনটির দাম শুরু ১,২৭,৯৯৯ টাকা থেকে।
Samsung Galaxy S23 Ultra 5G: এই ফোনে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফোনটির দাম শুরু ১,০৭,৬০০ টাকা থেকে।
Vivo X90 Pro: এতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির দাম ৮৪,৯৯৯ টাকা।
Xiaomi 13 Pro: এতে আপনি ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। ফোনটির প্রারম্ভিক মূল্য ৭৯,৯৯৯ টাকা।
Google Pixel 7 Pro: এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ফোনটি আপনি কিনতে পারবেন ৬৭,৯৯৯ টাকায়।
#অনধকরও #উঠব #ঝকঝক #ছব #এই #দরধরষ #৫ট #সমরটফনর #কছ #হর #মনব #DSLRও #Newshost24 #Safar
Leave a Reply