শাওমির জনপ্রিয় সাবব্র্যান্ড পোকো(poco). আর বর্তমানে মোবাইলের প্রতিযোগিতায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সংস্থার ফোনগুলি। স্টাইলিশ লুকসহ উন্নত ফিচার জন্য গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে সংস্থাটি। আপনি যদি এই মুহূর্তে একটি ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে পোকো নিয়ে এসেছে আপনার জন্য দারুন খবর!
বর্তমানে Poco এর লেটেস্ট ফোনে দূর্দান্ত অফার চলছে। Flipkart এখন poco X5 pro 5G ফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে। ফলে ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার মিলে আপনি ফোনটি ১ হাজার টাকারও কমে কিনে নিতে পারবেন। আর নতুন ফোন মানে পাবেন আনলিমিটেড হাই স্পিড ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা।
দাম ও ছাড়-
poco X5 pro 5G ফোনটির সাধারণ দাম ২৫,৯৯৯ টাকা। কিন্তু ভারতীয় গ্রাহকদের মধ্যে এন্টি লেভেল এর ফোনের চাহিদায় বেশি। তাই যারা এই মুহূর্তে একটি ভালো ফোন কিনতে চাইছেন তাও কম দামে তাদের জন্য মিড রেঞ্জের এই ফোনটি মিলবে এন্ট্রি লেভেলের দামে।
ফ্লিপকার্ট এর ওপর দিচ্ছে ১৯% ফ্ল্যাট ডিসকাউন্ট। এর ফলে ফোনটির দাম দাঁড়াচ্ছে 20999 টাকা। তবে যদি এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই এর মাধ্যমে ফোনটি কেনা হয় তাহলে অতিরিক্ত হাজার টাকা ছাড় পাওয়া সম্ভব।
এর পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ অফার। যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করে পোকো মডেলটি কেনেন তাহলে ২০ হাজার ২৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে মাত্র ৭৪৯ টাকা ৫জি ফোন কিনে নিতে পারবেন।
স্পেশিফিকেশন:
6.67 inch full HD OLED display যুক্ত এই ফোনে রয়েছে snapdragon 778G প্রসেসর।আবার ব্যাকআপের জন্য ফোনে ৫০০০ এমএএইচ দেওয়া হয়েছে যা 67 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। সব থেকে বড় বিষয় এর ক্যামেরা। 108 মেগাপিক্সেল সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এতে।
তাই ফিচার সমৃদ্ধ এই ফোনটি এম কমে হাতছাড়া করবেন না।
Leave a Reply