যে কোনো যানবাহন কেনার ক্ষেত্রে সবার প্রথমে একটা প্রশ্নই মাথায় আসে যে সেগুলি কতটা মাইলেজ দেয়। বিশেষ করে বাইক কেনার ক্ষেত্রে এই বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন গ্রাহকেরা। আজ আমরা সেরকমই কিছু বাইক সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে। যেগুলি দেশের সবথেকে বেশি মাইলেজওয়ালা বাইকের তকমা পেয়েছে।
Hero HF Deluxe- এই বাইকটি লঞ্চ হয়েছিল ২০১৩ সালে। যার নাম সর্বাধিক মাইলেজ দেওয়া কমিউটার মোটরবাইকের তালিকায় যোগ হয়েছে। এতে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.৯১ বিএইচপি শক্তি উৎপন্ন করে। বাইকটি ৬৫ কিলোমিটার মাইলেজ দেয়। যার দাম ৬১,৬৮৮ টাকা।
TVS Sport- এতে রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেখানে সর্বোচ্চ ৮.১৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এই বাইকে রয়েছে ৪ স্পীড গিয়ারবক্স। জানা গিয়েছে এই বাইকে মাইলেজ পাওয়া যায় ৭০ কিলোমিটার। বর্তমানে বাইকটির দাম ৬৪,৪০৫ টাকা।
Bajaj Platina 100- এতে রয়েছে ১০২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সাথে ৪ স্পীড গিয়ারবক্স। এই বাইকের ইঞ্জিন থেকে ৭.৯ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। যেখানে মাইলেজ পাওয়া যায় ৭২ কিলোমিটার প্রতি লিটার। যার দ্বারা এটাই স্পষ্ট যে বর্তমানে কমিউটার বাইকের তালিকায় সবথেকে বেশি মাইলেজ দেয় এই বাইকটি। যার বাজার মূল্য ৬৮,৭৫৫ টাকা।
Bajaj CT 110- এতে রয়েছে ১১৫.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সাথে ৪ স্পীড গিয়ারবক্স দেওয়া হয়েছে। বাইকটি থেকে ৮.৪৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। যেখানে মাইলেজ পাওয়া যায় ৭০ কিলোমিটার। এই বাইকের দাম ৬৯,৪৫৯ টাকা।
Bajaj Platina 110- এতে রয়েছে ১১৫.৪৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। গ্রাহকদের অন্যতম পছন্দের এই বাইকটি দেশের অন্যতম সেরা মাইলেজ প্রদানকারী বাইক। যেখানে ৭০ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। এই বাইকের দাম ৬৯,৫০৪ টাকা।
Leave a Reply