গাড়ির দুনিয়ায় ইতিমধ্যে বেশ জনপ্রিয় একটি সংস্থা হয়ে উঠেছে মাহিন্দ্রা। চার চাকা হোক কিংবা দুই চাকা মাহিন্দ্রা তাদের দিকে সকলের নজর ঘুরিয়ে দিতে পারে। সম্প্রতি তারা একটি শক্তিশালী বাইক লঞ্চ করতে চলেছে। আর সেটি হল Mahindra BSA Gold Star 650। এই বাইকে দেওয়া হয়েছে রয়্যাল লুক এবং এটি বুলেট বাইকের মতন লুক নিয়ে হাজির হতে চলেছে।
যেমন চমৎকার ফিচার্স তেমনই রয়েছে শক্তিশালী ইঞ্জিন। শক্তিশালী ইঞ্জিনের জন্য এটির মাইলেজ দুর্দান্ত। যদিও এটি কবে লঞ্চ করা হবে সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি৷ তবে মনে করা হচ্ছে আগামী বছরের মার্চ মাসে এটি লঞ্চ করা হতে পারে।
এই বাইকে রয়েছে ৬৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা চারটি ভাল্বযুক্ত লিকুইড কুল্ড টেকনোলজির সাহায্যে তৈরি। শক্তিশালী ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৪ বিএইচপি পাওয়ার ও ৫৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর পাশাপাশি এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স রয়েছে।
মনে করা হচ্ছে, Mahindra BSA Gold Star 650 বাইকটির দাম হতে পারে ৩.৫ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকার মধ্যে। যদিও গাড়ির দাম রয়্যাল এনফিল্ড ৬৫০ বাইকের তুলনায় কিছুটা বেশি তবে এটি যে দুর্দান্ত একটি বাইক হতে চলেছে তা বৈশিষ্ট্য শুনলেই স্পষ্ট হয়। তবে কবে নাগাদ এটি লঞ্চ হয় তা অপেক্ষার বিষয়।
Leave a Reply