September 25, 2023, 4:37 pm
চলতি মাসে একাধিক গাড়ির উপর মোটা টাকার ডিসকাউন্ট মিলবে বলে জানা গিয়েছে। তেমনই কিছু সংস্থা হল মারুতি, রেনল্ট সহ একাধিক কোম্পানি। তবে এক্ষেত্রে হুন্ডাই সংস্থা তাদের বৈদ্যুতিক গাড়ির উপরে ছাড় দিচ্ছে। হুন্ডাই-এর সেই গাড়িটি হল Hyundai Kona EV। এছাড়া একাধিক সংস্থার গাড়িতে থাকছে বড়সড় ডিসকাউন্ট। জানা গিয়েছে, এই সংস্থার গাড়ি কিনলে সর্বোচ্চ ২ লক্ষ টাকার ডিসকাউন্ট মিলবে।
হুন্ডাই: তালিকার প্রথম গাড়ি হল হুন্ডাই-এর গাড়ি। সর্বোচ্চ ২ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে এই সংস্থার গাড়ির উপর। সম্পূর্ণ চার্জে এই গাড়ি ৪৫১ কিলোমিটার রাস্তা পার হতে সক্ষম। এছাড়া Grand i10 এবং i20, i20 N Line-এ ছাড় রয়েছে যথাক্রমে ৪৩,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা। Aura এবং Alcazar গাড়িতে দেওয়া হয়েছে ৩৩,০০০ টাকা এবং ২০,০০০ টাকা ডিসকাউন্ট।
মারুতি সুজুকি: এই সংস্থার গাড়িতে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৫৭,০০০ টাকা ডিসকাউন্ট। এই সর্বোচ্চ ডিসকাউন্টটি পাওয়া যাবে মারুতি সুইফট এবং অল্টো K10 মডেল দু’টিতে। এস-প্রেসো এবং সেলেরিওতে মডেল দু’টিতে রয়েছে ৫৬,০০০ টাকা ডিসকাউন্ট ও ওয়াগন আর এবং ইকো-তে রয়েছে ৫১,০০০ টাকা ও ৩৯,০০০ টাকা ডিসকাউন্ট।
হন্ডা: তালিকায় তৃতীয় গাড়ি হল হন্ডার গাড়ি। এই গাড়িতে সর্বোচ্চ ৭৩,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে। এই ডিসকাউন্টে রয়েছে লয়ালটি বোনাস, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস। এছাড়া কম্প্যাক্ট সেডান Amaze-এ পাওয়া যাবে ২১,০০০ টাকা ডিসকাউন্ট।
মাহিন্দ্রা: এই তালিকায় অন্যতম জনপ্রিয় গাড়ি কোম্পানি মাহিন্দ্রা রয়েছে। এই সংস্থার সবথেকে জনপ্রিয় গাড়ি Thar-এ রয়েছে ২০,০০০ টাকার ডিসকাউন্ট। এর পাশাপাশি Bolero Neo-তে থাকছে ২২,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা ডিসকাউন্ট। XUV400 গাড়িতে থাকছে ১.২৫ লক্ষ টাকা ডিসকাউন্ট। XUV300 এবং Marazzo গাড়িতে থাকবে ৭৩,০০০ টাকা ও ৭১,০০০ টাকা ডিসকাউন্ট।
রেনল্ট: এই কোম্পানির গাড়ি রেনল্ট কুইড-এ মিলবে ৫৭,০০০ টাকা ডিসকাউন্ট। ট্রাইবার-এ মিলবে ৫২,০০০ টাকা ডিসকাউন্ট ও কাইগার-এ পাবেন ৭৭,০০০ টাকা ডিসকাউন্ট।
#অবশবসয #একধককয় #২ #লখ #টক #ছড় #দচছ #মরত #সহ #হনডই #এই #জনপরয় #সসথগল #দখ #নন #কন #কন #মডল #Newshost24 #Safar
Leave a Reply