One plus, এমন একটি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা যাদের হ্যান্ডসেট একটা সময় মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। তবে সেইদিক মাথায় রেখেই সংস্থা তাদের Nord series কে বাজারে নামায়। এখন তাদের তালিকায় মিড রেঞ্জে একাধিক স্মার্টফোন রয়েছে। তবে আপনি যদি স্বল্পমূল্যে একটি ওয়ান প্লাস ওয়ান কিনতে চান তাহলে এই মুহূর্তে আপনার জন্য দারুন খবর।
যদি আপনার বাজেট ৩০ হাজার টাকার কম হয় কিন্তু একটি প্রিমিয়াম ফোন পেতে চান তাহলে এই অফার আপনারই জন্য। এই মুহূর্তে One Plus Nord CE3 5G এর ওপর পাওয়া যাচ্ছে দারুন অফার। বর্তমানে এই ফোনটি ২৬ হাজার ৯৯৯ টাকায় অ্যামাজনের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে। এই দাম এই মডেলটির বেস ভেরিয়েন্ট এর (8gb+128gb). চলুন ফোনটির ওপর কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক-
ব্যাঙ্ক অফার- ব্যাংক অফারের কথা বলতে গেলে আপনি যদি ICICI ব্যাংক ক্রেডিট কার্ড ও onecard ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে ফোনের দাম ২০০০ টাকা কমাতে পারেন। তবে হ্যাঁ এই অফারটি পেতে গ্রাহকদের সর্বনিম্ন 20 হাজার 799 টাকার ক্রয় করতে হবে। এরই পাশাপাশি গ্রাহকরা যদি HSBC ক্যাশব্যাক কার্ড ক্রেডিট দিয়ে ফোন ক্রয় করেন তাহলে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।
এক্সচেঞ্জ অফার- এছাড়াও এই ফোনটির ওপর রয়েছে এক্সচেঞ্জের একটি দুর্দান্ত অফার যার ফলে আপনি এই ফোনটি পেয়ে যাবেন মাত্র ২০০০ টাকায়। গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে ২৪৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে হ্যাঁ, এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা পেতে পুরনো ফোনটি ভালো অবস্থায় থাকতে হবে।
ফোনের বৈশিষ্ট্যের কথা বলতে গেলে 6.7 ইঞ্চি ডিসপ্লে সহযোগে আসা ফোনটিতে কোয়েলকাম স্ন্যাপ ড্রাগন ৭৮২ জি প্রসেসর দেওয়া হয়েছে। যা 12 জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। উল্লেখ্য, ফোনটি শক্তিশালী ব্যাটারি 5000 mah এর সাথে এসেছে যাতে 50 এমপি ক্যামেরাও দেওয়া হয়েছে।
Leave a Reply