প্রত্যেকটা মোবাইল ফোনপ্রেমী ও যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য অন্যতম নাম হয়ে উঠেছে iphone. গ্রাহকদের খুশির খবর দিয়ে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে iphone 15 series, তবে সবথেকে বড়ো খবর এই মুহূর্তে আইফোন ১৪ এর ওপর পাওয়া যাচ্ছে দারুন ছাড়। আপনি যদি আইফোন কেনার কথা ভেবে থাকেন কিন্তু দামের কারণে পিছিয়ে আসছিলেন তাহলে এই প্রতিবেদন মিস করবেন না।
গত বছর এটি ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৯ হাজার ৯৯০ টাকায় লঞ্চ হয়েছিল iPhone 14। তবে ফোনটি এখন ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফারের সাথে অনেকটাই কমে মিলবে। প্রথমেই রয়েছে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। যার ফলে ফোনটির দাম দাঁড়াচ্ছে ৬৭,৯৯৯ টাকা।
Exchange offer: বর্তমানে iphone14 plus ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৬৭ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে এর সাথে রয়েছে আরো ডিসকাউন্ট। দারুন এক্সচেঞ্জ অফার রাখা হয়েছে এই ফোনটির ওপর। আপনি যদি পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করতে চান তাহলে ফোনটিতে ৬১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। তবে হ্যাঁ অবশ্যই এই এক্সচেঞ্জ ভ্যালু পুরোটা ইউজ করতে চাইলে আপনার পুরনো ফোনের কন্ডিশন ভালো থাকতে হবে।
Bank offer- আপনি যদি এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে অতিরিক্ত 5% ছাড় পাবেন(upto 250)।
specification: ৬.১ ইঞ্চি সুপার রেটিনা, ডিসপ্লের সহ এই ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে এ১৫ বায়োমিক চিপসেট। আর ক্যামেরার কথা বলে এদের ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে রয়েছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অর্থাৎ পারফরমেন্স ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে বিচার করলে দারুন অপশন হতে চলেছে এই ফোন তাও আবার এমন অফারে!
Leave a Reply