এবার বৈদ্যুতিক বাইক নিয়ে এলো ওলা। অনেকেই শুনলে অবাক হবেন কিন্তু এটিই ঘটতে চলেছে। এতদিন ওলা সংস্থার বৈদ্যুতিক স্কুটার বাজার জুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এবার এক নতুন দিশা নিয়ে এলো সংস্থা। একসঙ্গে দু’টি বৈদ্যুতিক বাইক হাজির করে সকলকে চমকে দিলো ওলা। এরমধ্যে একটি হল ক্রুজার বাইক ও আরপকটি রোডস্টার বাইক। জানা যাচ্ছে, এই বাইক দু’টি ডিজাইন করেছেন মাহিন্দ্রা থার-এর প্রাক্তন ডিজাইনার রামকৃপা অনন্তন।
তবে এবার জেনে নেওয়া যাক ওলা সংস্থার নতুন বাইকে কি কি থাকছে। জানা যাচ্ছে, এই বাইকে এমন কিছু সুবিধা রয়েছে যা দেশের অন্যান্য সংস্থার বৈদ্যুতিক বাইকে অনুপস্থিত। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সংস্থার তরফে কিছু জানা যায়নি তবে বাইকের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, চলতি বছর থেকেই এটির বিক্রি শুরু হবে। বাইকের পাশাপাশি জানা যাচ্ছে ওলা একাধিক বৈদ্যুতিক স্কুটার বাজারে এনেছে।
আর সেগুলি হলো Ola S1X, S1X+ এবং S1 Pro এর দ্বিতীয় জেনারেশন। তবে এদের মধ্যে S1X মডেলটি শুধু পাওয়া যাবে ২১শে অগাস্ট পর্যন্ত। এটির দাম ৮০,০০০ টাকা। এই স্কুটারটির মাইলেজ ১৫২ কিলোমিটার। এটির সর্বোচ্চ গতি ৯০ কিমি। অগাস্ট মাসেই বুকিং করা শুরু হবে। সেপ্টেম্বর মাস থেকে এটির ডেলিভারি শুরু হবে।
অপরদিকে Ola S1X মডেলটির নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে। সেটিতে রয়েছে দু’টি ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্ট যা 2 kwh এবং 3 kwh। এটির দাম ১ লক্ষ টাকার মধ্যে। তাই আর দেরি না করে স্বাধীনতা দিবসের মরসুমে ঘরে নিয়ে আসুন পরিবেশ বান্ধব স্কুটার। বিশদে জানতে সংস্থার অফিশিয়াল ওয়েব সাইটে চোখ রাখতে পারেন।
Leave a Reply