September 27, 2023, 6:04 am
আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার ইচ্ছে থাকে প্রতিটা মানুষের মনে। আর তাই দিনরাত অনেকেই করে চলেছেন কঠিন পরিশ্রম। তবে এত কিছুর পরেও অনেকেরই মনের মতন উপার্জন হয় না, আবার অনেক সময় মোটা অঙ্কের টাকা উপার্জন করলেও ভাগ্যের পরিহাসে সে টাকা থাকে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফলে নিজেদের আর্থিক দিককে উন্নত করতে অনেকেই নানান রকম উপায় খুঁজে বেড়ান। তবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মতে, বাড়ির রান্নাঘরে মজুত বেশ কিছু সামগ্রী দিয়ে এমন উপায় বা টোটকা বের করা সম্ভব যা খুব সহজেই উন্নত করবে আর্থিক পরিস্থিতি। রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা।
সর্ষে এবং কালো জিরে :আর্থিক পরিস্থিতি স্বচ্ছল করতে ভরসা রাখা যেতে পারে সর্ষে এবং কালো জিরেতে। বাস্তুশাস্ত্র মতে, প্রতি শনিবার এই দুই মসলা একটি লাল কাপড়ের মধ্যে রেখে পুড়িয়ে দিলেই কমবে শত্রুর সংখ্যা। উন্নতি হবে জীবনে।
তুলসী গাছ :তুলসী গাছকে যথেষ্ট পবিত্র বলেই মনে করা হয় হিন্দু শাস্ত্রে। কমবেশি হিন্দু ধর্মীয় মানুষের বাড়িতেই দেখা যায় এই গাছ। এই গাছেই নাকি বাস করেন স্বয়ং মা লক্ষ্মী। তবে কেবলমাত্র তুলসী গাছ লাগালেই হবে না নিত্যদিন নিয়ম করে করতে হবে যত্ন। স্নান করার পর প্রতিদিন জল দিতে হবে এই গাছে। সন্ধ্যাবেলায় জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ। কোনোভাবে যদি তুলসী গাছের পাতা নষ্ট হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ কেটে ফেলতে হবে। সম্পূর্ণ গাছ শুকিয়ে গেলে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে। এতেই স্বচ্ছল হবে আর্থিক পরিস্থিতি।
কুবের যন্ত্র :এমন অনেকেই আছে যারা কুবের যন্ত্র কিংবা কুবেরের মূর্তি বাড়িতে রাখেন। আসলে কুবের দেবতার আশীর্বাদ পাওয়া গেলে উন্নতি হবে আর্থিক দিক থেকে। তবে বাড়িতে এই মূর্তি রাখতে হলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। না হলেই ঘটতে পারে বিপত্তি।
#অরথ #সকটসসরক #অশনতত #জরবর #সরষ #ও #কল #জরর #সহজ #টটকয় #মশকল #হব #আসন
Leave a Reply