স্মার্টফোন ‘Samsung Galaxy S21 FE 5G’। কারণ, এমনই অফার নিয়ে এসেছে সংস্থা। বর্তমানে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। তবে আপনি চাইলে ফোনটি খুবই কমদামে কিনতে পারেন। কীভাবে? আসলে ফোনটির ওপর এক্সচেঞ্জ অফার নিয়ে আসা হয়েছে।
যেখানে ফোনটি আপনি কিনতে পারেন মাত্র ২৪,৫৯৯ টাকায়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যে ফোনটির সাথে এক্সচেঞ্জ করবেন তার অবস্থা যেন ভালো থাকে। অন্যদিকে এক্সচেঞ্জ অফার ছাড়াও এতে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ৫,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন।
ফিচার্স: ফিচার্স দেখতে গেলে এতে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি চিপসেট। ক্যামেরা দেখতে গেলে রয়েছে ১২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। এছাড়া পাওয়ার ব্যাকআপে এতে ফাস্ট চার্জিং-সহ ৪৫০০ mAh ব্যাটারী পাবেন। অন্যান্য ফিচার যদি দেখি তাহলে এতে রয়েছে ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াই-ফাই ইত্যাদি সুবিধা।
Leave a Reply