বাজারে একাধিক গাড়ি তৈরির কোম্পানি তাদের বাইক লঞ্চ করে গ্রাহকদের আকৃষ্ট করে বদ্ধপরিকর। এই লড়াইয়ের কথা মাথায় রেখে এবার জনপ্রিয় কোম্পানি বাজাজ পালসারকে টক্কর দিতে হিরো কোম্পানি ভারতীয় বাজারে একটি নতুন সেগমেন্ট নিয়ে হাজির হয়েছে। Hero-এর পোর্টফোলিওতে সর্বশেষ সংযোজন হল Hero Passion XTec বাইক, যা এর ব্যতিক্রমী ফিচার্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
Hero Passion XTec বাইকটিতে রয়েছে নতুন ফিচার্স। কোম্পানীর তরফে গাড়িটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যার মধ্যে প্রজেক্টর LED হেডল্যাম্পগুলি প্রচলিত হ্যালোজেন ল্যাম্পের তুলনায় ১২ শতাংশ লম্বা বিম সহ। এর ফলে দুর্দান্ত আলো পাওয়া যায় এটির মাধ্যমে। এছাড়া বাইকটিতে রয়েছে ক্রোমড ৩ডি ব্র্যান্ডিং এবং রিম টেপ। গাড়িতে রয়েছে ১১০ সিসি প্রাইমারি ইঞ্জিন।
ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম-এ ৯ বিএইচপি ও ৫০০০ আরপিএম-এ ৯.৭৯ এনএম টর্ক উৎপন্ন করে। দুর্দান্ত ইঞ্জিন যা গাড়িটিকে প্রতি লিটারে ৬৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সাহায্য করে। জানা যাচ্ছে, এই বাইকটির ৭৮,৯৯০ টাকা। এত কম দামে একাধিক ফিচার্স যা মুগ্ধ করে গ্রাহককে। হিরোর এই বাইকটি ভারতীয় বাজারে একটি স্ট্যান্ডআউট বিকল্প।
এর আকর্ষণীয় ডিজাইন, উন্নত ফিচার্স, শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজ এটিকে গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলে। এর পাশাপাশি বাইকটি এত কম দাম হওয়ায় প্রতিদ্বন্দ্বীদের অস্বস্তিতে ফেলে দেয়। তাই এত কম দামে দুর্দান্ত পারফর্মেন্স ও ফিচার্স নিয়ে হাজির হওয়া এই নতুন বাইকটি যদি কোনো গ্রাহক কেনেন তবে তিনি যে বেশ লাভবান হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
Leave a Reply