বিগত কয়েক মাস ধরেই ভারতে বেড়ে চলেছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। কোভিডের আগে পর্যন্ত দৃশ্যটা আলাদা থাকলেও বর্তমানে বহু গ্রাহক ব্যাটারি চালিত টু হুইলারের ওপর ভরসা রাখছেন। আর এমন পরিস্থিতিতেই এই চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটারের বাজারে এন্ট্রি নিল “গোদাবরী ইলেকট্রিক মটরস প্রাইভেট লিমিটেড।”
সাম্প্রতিক খবর, সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। জানা গেছে সংস্থার আসন্ন ইলেকট্রিক স্কুটারটির নাম Eblu Feo. ইতিমধ্যে লঞ্চের একদিন আগে মডেলটি ছবিও ফাঁস হয়েছে আজকে রইল এই গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য।
ছবি ফাঁস: যে ছবি সামনে উঠে এসেছে তা থেকে দেখা যাচ্ছে এতে চিরাচরিত জীবাশ্ম জ্বালানি চালিত স্কুটারের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। দেখা মিলেছে ডিম্বাকৃতি এলইডি হেড ল্যাম্প, অ্যাপ্রনের মধ্যে অবস্থিত টার্ন ইন্ডিকেটর, Feo ব্যাজিং ইত্যাদির। এছাড়াও দেখা গেছে স্কুটারটির ফ্রন্ট অ্যাপ্রনে দুটি ভিন্ন কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। সাথে গ্রাহকদের কমফোর্টের কথা মাথায় রেখে চওড়া সিট অফার করা হচ্ছে। ফিচার্সের কথা বললে এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হবে।
ব্যাটারি, রেঞ্জ, স্পিড- ধারণা করা হচ্ছে Eblu Feoতে দুই থেকে তিন কিলোওয়াট আওয়ার ক্ষমতাধারী ব্যাটারি প্যাক থাকবে। যেটি প্রতি ঘন্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। আর সম্পূর্ণ চার্জে ৯০ থেকে ১০০ কিমি রেঞ্জ দেবে বলেই আশা। তবে দামটা জানার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা করতে হবে।
Leave a Reply