বর্তমানে ফোল্ডেবল ফোনের ব্যবহার তেমন দেখা না গেলেও তা গ্রাহকদের কাছে এখনও বেশ জনপ্রিয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে Fantom V Fold-এর মাধ্যমে বাজারে এসেছে নতুন ফোল্ডেবল ফোন। জানা যাচ্ছে, টেকনো আরেকটি ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যার নাম হতে চলেছে Tecno Phantom V Flip 5G। এবার এটির সমস্ত বিষয় প্রকাশ্যে চলে এসেছে। তবে জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ব্যাপারে।
জানা যাচ্ছে, এই ফোনে কভার ডিসপ্লের উপর নতুনত্ব আনা হয়েছে। সাধারণত মোবাইলে দেখা যায় ফ্লিপ ফোনের ব্যাক প্যানেলে রিয়ার ক্যামেরা সেটআপ এবং কভার ডিসপ্লে যা আলাদাভাবে স্থাপন করা হয়। কিন্তু টেকনো তার নতুন মোবাইলে ক্যামেরার রিং-এর মাধ্যমে একটি গোলাকার কভার ডিসপ্লেকে ইন্টিগ্রেট করেছে। তাই এটি হয়েছে উঠেছে আরও আকর্ষণীয়। তবে এবার জেনে নেওয়া যাক এটির স্পেসিফিকেশন সম্পর্কে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি তবে জানা যাচ্ছে এটিতে থাকবে ১.৩২ ইঞ্চি ডিসপ্লে, ৪৬৬×৪৬৬ পিক্সেল রেজোল্যুশন। জানা যাচ্ছে, এটির ভিতর অংশের ডিসপ্লে ৬.৯ ইঞ্চি ও রেজোল্যুশন ১,০৮০×২,৬৪০ পিক্সেল। এটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এটিতে ক্যামেরা থাকবে ৬৪ মেগাপিক্সেল ও এর পাশাপাশি সেলফি ক্যামেরা থাকবে ৩২ মেগাপিক্সেল।
মোবাইলটিতে ২,৭৩৫ এমএএইচ ব্যাটারি হয়ে আসবে তবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। টেকনো-র এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করবে। এটি আত্মপ্রকাশ করবে একাধিক রঙে, যেমন – ফিল্ম হোয়াইট, মিনিমাল ব্ল্যাক ও পেরিউইঙ্কল পার্পেল৷ জানা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরে এটি লঞ্চ হতে পারে।
Leave a Reply