কিছুদিন আগেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে ‘বাজাজ’এর নতুন ১২৫ সিসির বাইক ‘Bajaj CT 125’। কমিউটার বাইক হলেও এতে বেশ কিছুটা স্পোর্টি লুক দেওয়া হয়েছে। যার ফলে বাইকের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। মনে করা হচ্ছে এটি সরাসরি প্রতিযোগিতায় ফেলবে ‘Super Splendor 125’, ‘TVS Raider 125’, ‘Bajaj Pulsar 125’, ‘Honda SP125’ বাইকগুলিকে। লঞ্চ হতে না হতেই এই বাইকের বহু ইউনিট বিক্রি হয়ে গিয়েছে।
আসুন তাহলে এই বাইকের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। এতে রয়েছে ১২৪.৫ সিসির শক্তিশালী ইঞ্জিন। যেটি ১০.৯ পিএস শক্তি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটি নিয়ন্ত্রিত হয় ৫ স্পীড গিয়ারবক্স দ্বারা। বাইকটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে তার মাইলেজ। কারণ, প্রতি লিটার পেট্রোলে সেটি ৬০ কিলোমিটার পথ চলতে সক্ষম।
সুরক্ষার জন্য দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। তবে এর দ্বিতীয় ভ্যারিয়েন্টের প্রথম চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যদি আমরা অন্যান্য আধুনিক বৈশিষ্ট্য দেখি তাহলে এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ডিসপ্লে, সেল্ফ স্টার্ট’এর মতোন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
দাম: আকর্ষণীয় এই বাইকটি মাত্র ৮০,০০০ টাকা দিয়েই কিনতে পারবেন আপনি।
Leave a Reply