October 1, 2023, 4:27 am
২০২৩ সালেও এই জুটি এগিয়ে রয়েছে সবার থেকে। দর্শকদের সবথেকে পছন্দের এই জুটি এখন প্রতিদিন ভাইরাল হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের নিয়েই প্রতিবেদনের শুরু থেকে চুলচেরা বিশ্লেষণ চলছে। ঠিকই ধরেছেন নিরাহুয়া ও আম্রপালি দুবের সিনেমার একটি গান সামনে এসেছে। যথারীতি সেই গান সবার মনে জায়গা করে নিয়েছে। সিনেমাটি চলতি বছরের ১৯শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে একের পর এক রেকর্ড ভেঙেছে। নিরাহুয়া দীর্ঘ দিন পরে নিজের চেনা ছন্দে ফিরেছেন।
এবারেও নিরাহুয়াকে সেই চেনা রোমান্টিক ছন্দে দেখা গিয়েছিলো। অবশ্যই হ্যাঁ নিরাহুয়া তার ছবিতে ঠিক আগের মতোই রোমান্টিক হিরোর মুডে দেখা গেছে। যার সম্পূর্ণ সুখ উঠিয়েছেন নায়িকা। ৪৪ বছরের নায়ক ও ৩৬ বছরের নায়িকা যেন যৌবনের সম্পূর্ণ খেলায় মেতেছেন। সেই সিনেমার থেকেই একটি রোমান্টিক গান কার্যত এখন ট্রেনডিং চলছে সোশ্যাল মাধ্যমে। সেই গান আজ আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি।
Movie : নিরাহুয়া দ্যা লিডার (Nirahua The Leader)
Song : ডাহাকে বদন যারে জিয়া (Dahke Badan Jare Jiya)
Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)
Singers : নীলকমল সিং (Neelkamal Singh), প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)
Story : বন্ধ ঘরে নয় বরং খোলামেলা পরিবেশে নিরাহুয়ার সাথে যৌবনের রাসলীলায় মেতেছেন আম্রপালি দুবে। পরনে তার খোলামেলা পোশাক। নিরাহুয়া তাঁকে কার্যত পিছন থেকে জড়িয়ে ধরে শুরু করলেন প্রেম নিবেদন করার খেলা। গানটিতে আছে যেমন রোমান্স ঠিক তেমনই আছে আম্রপালির দুস্টু-মিষ্টি চাহুনি। খড়ের গাদার মধ্যেই মধ্যে একে অপরের সাথে শুয়ে করেছে প্রেম। কখনও নিরাহুয়া নায়িকার উপরে তো মুহূর্তেই সেই ছবি হয়ে গেছে উল্টো। ভারী শরীরের ফলে দেহের বিভিন্ন খাঁজ স্পষ্ট। আর নিরাহুয়া উঠিয়েছেন ভরপুর মজা। শুরু থেকে শেষ গানটি পরিপূর্ণ এই ধরণের সিনেই।
Youtube Channel : ‘ওয়েভ মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও সামনে এসেছিলো মাস খানেক আগে।
Views : প্রতিবেদন রচনা পর্যন্ত ৬৯,১৫৮ জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও।
#আমরপলক #এক #পয #নরলজজতর #চরম #সম #অতকরম #করলন #নরহয #ভলও #দখবন #ন #পরবরর #সমন
Leave a Reply