বৈদ্যুতিক স্কুটার বললেই অনেকে যেমন পেট্রোল চালিত গাড়ির বিকল্প হিসেবে বেছে নেন তেমনি অনেকের আবার ভাবেন এই এক ধীরগতি স্কুটার। কিন্তু এবার সেই ধারণায় ভেঙে দিল Revolt RV 400. বহু প্রতীক্ষার পর সম্প্রতি এবার বাজারে এলো Revolt এর বিদ্যুতচালিত অ্যাগ্রেসিভ ডিজাইনের বাইক।
এর দাম রাখা হয়েছে ১.১৭ লাখ টাকা। তবে বর্তমানে চাইলেই ৪৯৯৯ টাকা বিনিময়ে অনলাইনে বাইকটি বুক করে রাখতে পারবেন আপনি।
ডিজাইনের কথা বলা হলে এটা দেখা যাচ্ছে উঁচু মাসকুলার ট্যাংক, স্লোপিং সিটিং পজিশন ইত্যাদি। স্টাইলের দিক থেকে ১০০তে ১০০ পাবে এটি। তবে কেবল লুকের দিক থেকে নয় পারফরমেন্সের দিক থেকেও সহজেই পেট্রোল চালিত গাড়িকে টক্কর দিতে পারবে Revolt RV 400। কোম্পানির দাবি এই বাইকের সর্বোচ্চ গতিবেগ 85 কিলোমিটার প্রতি ঘন্টা।
সাসপেনশন হিসেবে থাকবে টেলিস্কোপিক ফর্ক ও পিছনের চাকায় মনোশক ইউনিট। বাইকের দুই চাকাতে থাকছে ডিস্ক ব্রেক। তবে ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে সবার আগে মাথায় আসে রেঞ্জের প্রশ্ন। এক্ষেত্রেও সংস্থার নিশ্চিত করেছে গ্রাহকদের। সংস্থার দাবি একবার সম্পূর্ণ চার্জ দেওয়া হলে এটি ১৫৬ কিঃমিঃ যেতে সক্ষম হবে।
উল্লেখ্য এই বাইকে পাওয়া যাবে একগুচ্ছ অভিনব ফিচারস। বিভিন্ন অত্যাধুনিক বৈশিষ্ট্য যেমন এর মধ্যে রাখা হয়েছে তেমনি বাইকে নিরাপত্তার দিকেও নজর দিয়েছে সংস্থা। সব মিলিয়ে এক দারুন ইলেকট্রিক বাইকের বাজারে জোয়ার আনতে চলেছে Revolt RV 400।
Leave a Reply