১৯৩৪, সেই বছর থেকে অটোমোবাইল প্রতিষ্ঠান হিসেবে কিচিরো টয়োডার হাত ধরে যাত্রা শুরু হয় টয়োটার। জাপানের গাড়ি বাজারকে মাতিয়ে এশিয়া অঞ্চলেও এই গাড়ি জনপ্রিয়তার শীর্ষে। ইতিমধ্যে তাদের লঞ্চ করা গাড়ি গুলি গাড়ির বাজারের জনপ্রিয় হয়ে উঠেছে তবে এবার তারা বাজারে যে গাড়ি আনতে চলেছে তা একেবারে চোখধাঁধানো।
বিশ্বের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি টয়োটা সম্প্রতি নতুন গাড়ি লঞ্চ করেছে ভারতে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বাজারে পা রেখেছে Toyota Rumion. এটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। গাড়িটির এক্স শোরুম দাম রাখা হয়েছে 10.29 লাখ টাকা থেকে ১৩.৬৮ লাখ টাকা। দাম ঘোষনার পাশাপাশি সামনে এসেছে গাড়িটির ডেলিভারি স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত। চলুন সেগুলো দেখে নেয়া যাক-
জানা গেছে ইতিমধ্যে গাড়ির বুকিং শুরু হয়ে গেছে আর বুকিং করার জন্য টোকেন মূল্য হিসেবে রাখা হয়েছে 11 হাজার টাকা। গাড়ির ডেলিভারি শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। বর্তমানে গাড়িটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে ভারতে- S, G, V. আর সব থেকে বড় বিষয় এটি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি সিএনজি ভার্সনেও পাওয়া যাবে।
বৈশিষ্ট্য- গাড়িটিতে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন অফার করা হচ্ছে যার সর্বোচ্চ ১০৩ হর্সপাওয়ারও ১৩৭ মিটার টর্ক তৈরি করতে সক্ষম। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স। কোম্পানির দাবি গাড়িটি মাইলেজ দেবে ২০.৫১km/l. কোম্পানির দাবি অনুসারে সিএনজি ভার্সনে এর মাইলেজ ২৬.১১km/kg. অত্যাধুনিক ফিচার সহযোগে আসা এই গাড়িটি যে প্রতিযোগিতায় ফেলতে চলেছে অন্যান্য সংস্থাগুলিকে তা ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে।
Leave a Reply