এখন দেশজুড়ে চিনা সংস্থার ফোনের রমরমা…OPPO, VIVO, REALME এর মত ব্র্যান্ডগুলি প্রতিমুহূর্তেই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। বিশেষত এই মুহূর্তে প্রতিযোগিতা টপে… পুজো আসা আগেই প্রতিটি কোম্পানির চাইছে তাদের বেস্ট মোবাইল ফোন লঞ্চ করতে। ইতিমধ্যেই একগুচ্ছ ফোন লঞ্চ হয়েছে ভারতে, আর এবার চমক দেখালো Vivo.
সত্যি সম্প্রতি ভিভো চীনে তাদের একটি নতুন Y series এর স্মার্টফোন লঞ্চ করেছে যার নাম Vivo Y78m. এই Vivo Y78m হল বাজারে আত্মপ্রকাশ করা Y78 এর একটি ভেরিয়েন্ট। তবে দুটি ফোন কালার অপশন, মেমোরি, কনফিগারেশন থেকে ভিন্ন। চলুন দেখে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনে-
Specification: ৬.৬৪ ইঞ্চির এলসিডি প্যানেলযুক্ত এই ফোনে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ চিপসেট। প্রসঙ্গত Vivo Y78 ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর তিনটি অপশন হল ৮জিবি Ram+১২৮জিবি স্টোরেজ, ৮জিবি Ram+২৫৬ জিবি স্টোরেজ, ১২gb Ram+২৫৬জিবি স্টোরেজ। তবে Vivo Y78m ফোনটি শুধুমাত্র ১২gb Ram ও ২৫৬ জিবি storage configaration-এ এসেছে।
Vivo Y78m ফোনটিতে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দুই মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটি এন্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্ক্রিনে রান করে। উল্লেখ্য পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৪৪ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। এছাড়াও অন্যান্য ফিচারস তো রয়েছেই।
দাম- অত্যাধুনিক বৈশিষ্ট্য সহ আসা এই ফোনটির একমাত্র 12 gb ram ও 256gb storage সংস্করণটির মূল্য রাখা হয়েছে 23000টাকা। তবে এখনো পর্যন্ত এর সেল শুরু হয়নি, সেল শুরু হলে ক্রেতারা এটিকে ব্ল্যাক ও ব্লু এর মত কালার অপশন-এ পাবেন। Vivo Y78m ভারতীয় বাজারে কবে আসবে সে সম্পর্কিত কোনো তথ্য সামনে আসেনি।
Leave a Reply