খুব শীঘ্রই ভারতের বাজারে দুর্দান্ত ক্যামেরা, ব্যাটারী ক্যাপাসিটি-সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Redmi’। আমরা সকলেই জানি যে মধ্যবিত্তদের বাজেটের কথা মাথায় রেখে ক্রমাগত তারা একাধিক স্মার্টফোন লঞ্চ করে চলেছে বাজারে। সেরকমই এবার এই তালিকায় জুড়তে চলেছে নতুন নাম ‘Redmi K60 Pro Ultra 5G’। আসুন তাহলে এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
এতে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। যা ১৩০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হবে গরিলা গ্লাস। প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোর প্রসেসর এবং ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। এতে পেয়ে যাবেন সর্বাধিক ১২ জিবি রাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই ফোনের ক্যামেরা। কারণ, এতে পেয়ে যাবেন ২০০ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যদি আমরা পাওয়ার ব্যাকআপ দেখি তাহলে এতে থাকবে ২০০ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৮০০০ mAh এর ব্যাটারী অর্থাৎ এই ফোনে সবথেকে বেশি ব্যাটারী ক্যাপাসিটি পাওয়া যাবে।
দাম: বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ভারতের বাজারে এই ফোনটি ২৯,০০০ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে ভীষণই কমদামে দুর্দান্ত একটি ফোন আনতে চলেছে এই সংস্থা।
Leave a Reply