মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হল Oppo A58 4G স্মার্টফোনের। মডেলটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এসওসি যা Mali-G57 MC2 GPU-এর সাথে যুক্ত। ৪জি ভ্যারিয়েন্টটি চলতি বছরের শুরুতে ইন্দোনেশিয়ায় প্রথম আত্মপ্রকাশ করে। অপরদিকে ৫জি ভ্যারিয়েন্ট উন্মোচন হয় গত বছর। Oppo A58 4G সম্প্রতি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে বলে জানা গিয়েছে। বর্তমানে স্মার্টফোনটি দেশে একক স্টোরেজ বিকল্পে এবং দু’টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ভারতে Oppo A58 4G স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি নিয়ে। এই ভ্যারিয়েন্টটির দাম ১৪,৯৯৯ টাকা। এই মডেলটি ব্ল্যাক ও গ্রীন রঙে উপলব্ধ রয়েছে। ফোনটি ফ্লিপকার্টের পাওয়া যাচ্ছে এবং সঙ্গে রয়েছে নো-কস্ট ইএমআই-এর সুবিধা যা শুরু
হচ্ছে ৫০০০ টাকা থেকে। ICICI, HDFC সহ Kotak Bank-এর কার্ড থাকলে আরও ডিসকাউন্ট মিলবে।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি, ২৪০০×১০৮০ পিক্সেল রেজোল্যুশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এর পাশাপাশি রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ এসওসি পেয়ারড্। জানা যাচ্ছে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করবে। সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেন্সর।
এছাড়া সেলফি ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট SuperVOOC ফার্স্ট চার্জিং সাপোর্ট। এছাড়া এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, জিপিএস সহ আরও সুবিধা। ইউএসবি টাইপ সি চার্জার দ্বারা এটি চার্জিং সাপোর্ট করে।
Leave a Reply