September 30, 2023, 11:04 am
বর্তমানে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যাওয়ার জন্য সকলেই বেছে নেন দুই চাকা। তাই এই দুই চাকা বাছতে গিয়ে অনেকই নানান প্রশ্নের সম্মুখীন হন যার উত্তর মেলে না৷ অনেকের অনেকরকম সংশয় থাকে। তাই আজকের প্রতিবেদনে রইল এমন একটি গাড়ির বিস্তারিত বিবরণ যা রোজকার অফিস যাতায়াত যারা করেন তাদের জন্য বেশ সুখকর। এটিতে যেমন রয়েছে দুর্দান্ত মাইলেজ তেমনই সার্ভিসিং করলে তা কম খরচেই সম্ভব হবে।
আর এই মডেলটি হল Bajaj Ct110X। তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই গাড়িতে। বর্তমানে অনেকেই একটু স্টাইলিশ গাড়ি চান। তেমনই এতে রয়েছে দুর্দান্ত ডিজাইন যা গাড়িটিকে আকর্ষণীয় করে তুলেছে। বাজাজের এই গাড়িতে রয়েছে ১১৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৮.৬ পিএস শক্তি ও ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন করে। ভালো ইঞ্জিনের জন্য মাইলেজ বেশ আকর্ষণীয়।
জানা যাচ্ছে, গাড়িটি ৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। সঙ্গে এটির জ্বালানি ট্যাঙ্ক ক্ষমতা ১১ লিটার। একবার ট্যাঙ্ক ভরলে তা দূরের রাস্তা অনায়াসে পাড়ি দেবে সহজেই। এতে রয়েছে CT রেঞ্জের স্টাইলিং। সামান্য স্টাইলিশ ও তার সঙ্গে শৌখিনতা রয়েছে। গাড়িতে রয়েছে হ্যালোজেন ল্যাম্প। এর পাশাপাশি রয়েছে এলইডি ডিএলআর।
অ্যানালগ স্পিডোমিটার, কার্ভড গ্র্যাব রেইল, পিলিয়ন রাইডার সহ একাধিক সুবিধা রয়েছে গাড়িতে। জানা যাচ্ছে, এই গাড়ির দাম ৬৭ হাজার টাকা থেকে শুরু। এটির অনরোড মূল্য ৮১,০০০ টাকা। যদি ডাউন পেমেন্টের মাধ্যমে কেউ কিনতে চায় তারও ব্যবস্থা রয়েছে। তার জন্য প্রতি মাসে তাকে ২,৩৬৪ টাকা দিতে হবে ৮,০০০ টাকার ডাউন পেমেন্টে।
#একবর #তল #ভরলই #কলকত #ট #দঘ #মসক #২৩৬৪ #টক #EMIত #বড় #আনন #Bajaj #110X #বইক #Newshost24 #Safar
Leave a Reply