1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
এক চার্জেই ঘুরতে পারবেন গোটা কলকাতা শহর! Ola-র বাজার নষ্ট করতে সস্তায় আসছে Ather 450S | Sangbad Safar - Newshost24

September 27, 2023, 4:06 am

এক চার্জেই ঘুরতে পারবেন গোটা কলকাতা শহর! Ola-র বাজার নষ্ট করতে সস্তায় আসছে Ather 450S | Sangbad Safar

এক চার্জেই ঘুরতে পারবেন গোটা কলকাতা শহর! Ola-র বাজার নষ্ট করতে সস্তায় আসছে Ather 450S | Sangbad Safar

এক চার্জেই ঘুরতে পারবেন গোটা কলকাতা শহর! Ola-র বাজার নষ্ট করতে সস্তায় আসছে Ather 450S | Sangbad Safar
এক চার্জেই ঘুরতে পারবেন গোটা কলকাতা শহর! Ola র বাজার নষ্ট

ভারতের বাজারে আসছে নতুন একটি স্কুটার Ather 450S। সংস্থার তরফে জানানো হয়েছে সবচেয়ে সস্তা হতে চলেছে এই স্কুটার। মনে করা হচ্ছে এটি Ola S1 Air স্কুটারের সঙ্গে লড়াই করবে। বর্তমানে স্কুটারটির বুকিং চলছে। সম্প্রতি যদি আপনি কোনো স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন তবে এটি হবে আপনার জন্য আদর্শ স্কুটার।

ইতিমধ্যে সংস্থার তরফে দামও ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের ৩ তারিখ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে গাড়িটি। জানা যাচ্ছে, Ather 450S নতুন মডেলটি ফ্ল্যাগশিপ মডেল 450X-এ ব্যবহৃত প্ল্যাটফর্মেরউপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ডিজাইনের দিক থেকে মডেল দু’টি একইরকম হতে পারে।

স্কুটারটিতে চোখে পড়বে সাধারণ স্পোর্টি ডিজাইন। নতুন মডেলটিতে থাকছে ৩ কিলো ওয়াটের একটি ব্যাটারি প্যাক। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হলে ১১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। প্রতি ঘন্টায় এটি ৯০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম।

Ather 450S স্কুটারের ফিচার্স সম্বন্ধে বলতে গেলে এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডিজিটাল ড্যাশবোর্ড, সামনে ও পিছন চাকায় ডিস্ক ব্রেক, একটি রিয়ার মোনোশক সহ একাধিক সুবিধা। এছাড়া এটিতে নেভিগেশন থাকতে পারে। কোম্পানির তরফে নতুন মডেলটির দাম ধার্য করা হয়েছে ১.২৯ লক্ষ টাকা। তবে এটির দাম পরবর্তীকালে আরও বাড়ানো হবে বলে শোনা গিয়েছে।


#এক #চরজই #ঘরত #পরবন #গট #কলকত #শহর #Olaর #বজর #নষট #করত #সসতয় #আসছ #Ather #450S #Sangbad #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews