বৈদ্যুতিক স্কুটার তৈরির সংস্থার মধ্যে জনপ্রিয় একটি সংস্থা হল ওলা। এই সংস্থার একটি স্কুটার Ola S1X যেটির দাম ৭৯,৯৯৯ টাকা থেকে ৯৯,৯৯৯ টাকা। এছাড়া Ola S1 Pro স্কুটারটি ১,৪০,০০০ টাকা থেকে ১,৪৭,০০০ টাকার মধ্যে। তবে এত দামি স্কুটার কিনতে অনেকের ইচ্ছে থাকলেও দামের কারণে কেনা হয়ে ওঠে না৷ তাই একটি প্ল্যানের মাধ্যমে আপনি এই স্কুটার কিনতে পারেন। Ola S1X স্কুটার কেনার জন্য তিন বছরের একটি ইএমআই প্ল্যান নিতে পারেন।
তিন বছরে ২,৪৬৪ টাকা করে ৯.৭ শতাংশ সুদে টাকা জমা করতে হবে। এছাড়া ৮,০০০ টাকার ডাউন পেমেন্টের মাধ্যমে স্কুটারটি বাড়ি নিয়ে আসতে পারেন গ্রাহক। গ্রাহক তার বাড়ির কাছের দোকান থেকে এই লোনের বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। সংস্থার নির্দিষ্ট আউটলেটে গেলে গাড়িটি সম্পও তার সঙ্গে নেওয়া লোন সম্পর্কে তারা আরও বিস্তারিত বলবেন।
Ola S1X ও S1X Pro গাড়ি দু’টি একাধিক ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে বাজারে। এতে রয়েছে এলইডি লাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিভার্স মোড, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, অ্যালয় হুইল, অ্যান্টি-থেফট অ্যালার্ম, ডুয়াল টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ড্রাম ব্রেক সহ একাধিক সুবিধা রয়েছে গাড়ি দু’টিতে। Ola S1X মডেলে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।
যা একবার চার্জ দিলে ১৫১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। প্রতি ঘন্টায় স্কুটারটি সর্বোচ্চ ৯৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এছাড়া এতে রয়েছে টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক। দ্রুত চার্জ হওয়ার জন্য রয়েছে সুবিধা। একাধিক সুবিধা যা মুগ্ধ করবে গ্রাহককে। তাই গাড়িটির দামও একটু বেশি। তবে লোনের মাধ্যমে গাড়িটি কিনলেও আপনি ঠকবেন না।
Leave a Reply