বর্তমানে প্রতিটি পরিবারে একটি টু হুইলার থাকা আবশ্যিক হয়ে পড়েছে। হঠাৎ করে কোথাও দরকারে যেতে টু হুইলারের বিকল্প নেই। তবে বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই এই যান কিনতে বিশেষ আগ্রহ দেখান না। কিন্তু ধীরে ধীরে স্কুটার তৈরি সংস্থাগুলি একাধিক বৈদ্যুতিক স্কুটার আনতে চলেছে যেখানে রয়েছে একাধিক ফিচার্স। তেমনই একটি বৈদ্যুতিক ও কম দামী স্কুটার হল Hero Eddy EV। বেশ কম দামে এটি বাজারে হাজির হয়েছে।
এটির দাম জানা গিয়েছে, ৭২,০০০ টাকা এবং এটির সঙ্গে কোনোরকম রেজিষ্ট্রেশন বা রোড ট্যাক্স যোগ নেই। এটি একটি সাধারণ মাইলেজ প্রদানকারী স্কুটার৷ এটির সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার। একবার সম্পূর্ণ চার্জ দিলে স্কুটারটি ৮৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এছাড়া স্কুটারটির হালকা ওজন এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কারণ হালকা ওজনের গাড়ি বয়বহার করা বেশ সুবিধাজনক। স্কুটারে রয়েছে বড় অ্যালয় হুইল, টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি থেফট লক্ সিস্টেম, ইউএসবি পোর্ট, স্কুটার লোকেট প্রোগ্রাম, রিভার্স মোড, এবং রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
একাধিক ফিচার্স নিয়ে গঠিত এই স্কুটার। এটি বাড়ির কর্ত্রীর জন্য বেশ উপযুক্ত একটি স্কুটার। গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৫ থেকে ৬ ঘন্টা। স্টাইলিশ ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ফিচার্স যা এক অভাবনীয় অভিজ্ঞতার সৃষ্টি করবে। যদি নিজের স্ত্রী-কে এটি উপহার হিসেবে দিতে চান তাতেও মন্দ হয় না।
Leave a Reply