এবার মাত্র ২০,০০০ টাকা দিয়েই আপনি কিনে ফেলতে পারবেন দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার! যার অর্থ হলো স্মার্টফোনের দামে একটি স্কুটার কিনে ফেলতে পারবেন আপনি। কারণ, এমনই সুযোগ করে দিয়েছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘TVS’। আমরা সকলেই জানি যে জ্বালানী তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে ইলেকট্রিক যানবাহনের দিকেই বেশি আগ্রহ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
শুধু তাই নয় যেহেতু জ্বালানী তেলের দ্বারা চালিত যানবাহন পরিবেশের অনেকটাই ক্ষতি করে, সেই দিকটি মাথায় রেখেও ইলেকট্রিক যানবাহন বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার হিসেবে রয়েছে ‘Ola’র বেশ কয়েকটি স্কুটার। তবে ‘ওলা’কে টেক্কা দিতে এবার নতুন একটি স্কুটার নিয়ে হাজির হয়েছে ‘টিভিএস’। ‘TVS iQube’ নামক এই স্কুটারের ফিচার চমকে দেবে আপনাকে।
যেমন- এতে রয়েছে ৪.৫৬ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারীপ্যাক। যা একবার সম্পূর্ণ চার্জ হলে ২০০ কিলোমিটার পথ চলতে সক্ষম। যেখানে সর্বাধিক গতিবেগ থেকে ৭৮ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও অন্যান্য বিভিন্ন আধুনিক ফিচার্স এতে রয়েছে। যে তালিকায় পাবেন ১৭.৭৮ সেন্টিমিটার টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি।
দাম: বর্তমানে এই স্কুটারের দাম ৮৭৬৯১ টাকা-১.৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে এতো টাকা যদি আপনি একসাথে না দিতে পারেন তাহলেও চিন্তা নেই। কারণ, মাত্র ২০,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে আপনি বাকি টাকা ৯ শতাংশ সুদের হারে ৩ বছর ২,১৫৩ টাকা মাসিক কিস্তি দিয়েও শোধ করতে পারবেন।
Leave a Reply