এবার ভারতের বাজারে টর্ক মোটরস্ তাদের নতুন বৈদ্যুতিক বাইক লঞ্চের কথা জানিয়েছে। জানা যাচ্ছে, তাদের নতুন মডেল Kratos R-এর Urban ভ্যার্সন লঞ্চ করতে চলেছে তারা। শহরের রাস্তায় চালানোর জন্য বেশ ভালো এই বাইকটি। জানা যাচ্ছে, এই বাইকটির নতুন ভার্সনের দাম ১.৬৭ লক্ষ টাকা। তবে এবার জেনে নেওয়া যাক Kratos R Urban-এর বৈশিষ্ট্য ও বিবরণ।
এটি স্টাইলের দিক থেকে স্ট্যান্ডার্ড মডেলের মতন। এটি উপলব্ধ রয়েছে তিনটি রঙে, যথা – স্ট্রিকি রেড, ওশিয়ানিক ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। এতে রয়েছে একটি অ্যাক্সিয়াল ফ্লাক্স মোটর। মোটরটি ১২ বিএইচপি শক্তি ও ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরে রয়েছে ৪ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আয়ন ব্যাটারি রয়েছে। সম্পূর্ণ চার্জে এটি ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।
এটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার। জানা যাচ্ছে, গাড়িটি কেনার পর ৩০ দিনের জন্য এটিতে অ্যান্টি থেফ্ট সিস্টেম, চার্জিং পয়েন্ট লোকেশন, ইকো, সিটি, স্পোর্টস ও রিভার্স মোড, গাইড মি হোম লাইট, ওটিএ আপডেট, রাইড অ্যানালিটিক্স একাধিক ফিচার্স সাপোর্ট করবে।
তবে ৩০ দিন পর যদি গ্রাহক তার বাইকে ফিচার্সগুলি বর্তমান রাখতে চান তবে ২০,০০০ টাকা খরচ করতে হবে। ২০,০০০ টাকা বাড়তি খরচের মাধ্যমে ফিচার্সগুলি পাওয়া যাবে। জানা যাচ্ছে, আগামী ১৫ই আগস্ট এই বাইকের বুকিং শুরু হচ্ছে। বুক করার জন্য ৯৯৯ টাকা দিতে হবে।
Leave a Reply