বর্তমানে স্কুটার বলতে অনেকেই বৈদ্যুতিক স্কুটার বোঝেন। কারণ একাধিক কোম্পানি তাদের সংস্থায় তৈরি স্কুটারে আনছে নিত্যনতুন ফিচার্স। আর এতে বাজারে লড়াই ক্রমশ জোরদার হচ্ছে। তাই বর্তমানে বাজারে একাধিক বৈদ্যুতিক স্কুটার রয়েছে যার ফলে অনেকেই কিনতে গেলে হিমশিম খায়৷ তবে আজকের প্রতিবেদনে রইল এমন কয়েকটি স্কুটারের সন্ধান যেগুলি দামেও অনেক কম এবং ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম।
টিভিএস আইকিউব: TVS Motors-এর একমাত্র বৈদ্যুতিক স্কুটার এটি। এই স্কুটারটি লঞ্চ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সংস্থা। স্কুটারটি সম্পূর্ণ চার্জ দিলে ১০০ কিমি মাইলেজ দিতে সক্ষম। স্কুটারটির অন রোড দাম ১.৪১ লক্ষ টাকা। প্রতি ঘন্টায় স্কুটারটি ৭৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।
ওলা ইলেকট্রিক: এই সংস্থার একাধিক বৈদ্যুতিক স্কুটার রয়েছে। আর এই কারণে বেশ জনপ্রিয় এই সংস্থা। সম্প্রতি স্বাধীনতা দিবসে তিনটি নতুন স্কুটার লঞ্চ করল তারা। স্কুটারগুলি হল Ola S1 Pro, Ola S1X এবং Ola S1 Air। সম্পূর্ণ চার্জ দিলে ৯০ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে। ওলা সংস্থার রয়েছে Ola S1 Pro Gen 2 স্কুটার যার দাম ১.৪৮ লক্ষ টাকা।
হিরো ভিডা ভি 1: বর্তমানে বাজারে বেশ জনপ্রিয় এই সংস্থার স্কুটার। সম্পূর্ণ চার্জ দিলে স্কুটারটি ১১১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার। স্কুটারটির দাম ১.৪১ লক্ষ।
আথার এনার্জি: সংস্থার দু’টি বৈদ্যুতিক স্কুটার রয়েছে Ather 450S এবং Ather 450X। জানা যাচ্ছে, এই স্কুটারের দাম ১.৩০ লক্ষ টাকা থেকে ১.৫৩ লক্ষ টাকার মধ্যে। সম্পূর্ণ চার্জ দিলে স্কুটারটি ১১১ থেকে ১১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। স্কুটারের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার।
বাজাজ চেতক: এটি বেশ জনপ্রিয় একটি স্কুটার। বর্তমানে বৈদ্যুতিক স্কুটারের যুগে এটি পরিচিত একটি বৈদ্যুতিক যান। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা। সম্পূর্ণ চার্জে এটি ১০৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এটির দাম ১.৩০ লক্ষ টাকা।
Leave a Reply