ব্যাঙ্গালোরের একটি স্টার্টআপ সংস্থা হল রিভার ইলেকট্রিক যারা সম্প্রতি ফেব্রুয়ারী মাসে লঞ্চ করেছে তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার River Indie। এটি ১,২৫০ টাকার মাধ্যমে প্রিবুকিং শুরু হয়। জানানো হয়েছিল, চলতি বছরের আগস্ট মাসে গাড়িটির ডেলিভারি শুরু হবে। চলতি বছরের ২৪শে আগস্ট থেকে গাড়িটির ডেলিভারি শুরু হয়েছে। জানা যাচ্ছে, আগামী দিনে এই সংস্থা তাদের কারখানায় তৈরি করবে আরও একাধিক গাড়ি যা চাহিদা পূরণ করবে সকলের।
এই নতুন স্কুটারের দাম জানা গিয়েছে, ১.২৫ লক্ষ টাকা। এটি বেঙ্গালুরুর এক্স শোরুম মূল্য। গাড়িটিতে রয়েছে একাধিক ফিচার্স তাই দাম অনেকটাই বেশি। তবে ফিচার্স ও পারফরম্যান্সে তা গ্রাহকের মন ভালো করবে তা নিশ্চিত। তবে এবার জেনে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য রয়েছে এই স্কুটারে। River Indie স্কুটারটি একটি বেল্ড ড্রাইভের সঙ্গে যুক্ত ও এটি মিড-মাউন্টেড মোটর দ্বারা চালিত৷
স্কুটারে রয়েছে ৪4kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। স্কুটারের ইঞ্জিন ৬.৭ kW শক্তি ও ২৬ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটি সর্বোচ্চ ৯০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। সাধারণ অবস্থা থেকে ৪০ কিমি বেগ তুলতে সময় নেয় ৩.৯ সেকেন্ড। এতে রয়েছে তিনটি রাইডিং মোড, যথা – ইকো, রাইড ও রাশ। সংস্থার দাবি এটির রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ ১২০ কিলোমিটার। গাড়ির ব্যাটারি চার্জ হতে সময় নেয় মাত্র পাঁচ ঘন্টার কিছু বেশি।
স্কুটারটি তিনটি রঙে উপলব্ধ রয়েছে, যথা – মনসুন ব্লু, সামার রেড ও স্প্রিং ইয়েলো। এবার জেনে নেওয়া যাক কি কি ফিচার্স রয়েছে এটিতে। নতুন এই বৈদ্যুতিক স্কুটারে রয়েছে এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, এলইডি ইন্ডিকেটর, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ম্যাসিভ এলইডি লাইট, ৪৩ লিটার আন্ডারসিট স্টোরেজ, ১২ লিটার লোকেবল গ্লোভ বক্স ও ইউএসবি চার্জিং সাপোর্ট সহ একাধিক সুবিধা।
Leave a Reply