September 21, 2023, 9:06 am
সম্প্রতি বাজারে লঞ্চ হলো আরও একটি সস্তার ইলেকট্রিক স্কুটার। যেটি লঞ্চ করেছে ‘MY EV Store’ নামক একটি সংস্থা। আর তাদের এই ফ্ল্যাগশিপ মডেলটির নাম ‘IME Rapid’। রেঞ্জের ভিত্তিতে ৩টি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যেগুলিতে রেঞ্জ পাওয়া যাবে ১০০, ২০০ এবং ৩০০ কিলোমিটার। জানা গিয়েছে, এই স্কুটারে সর্বাধিক গতি পাওয়া যাবে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা।
আর যদি আমরা দাম দেখি তাহলে সেটি ৯৯,০০০ টাকা থেকে শুরু করে ১.৪৮ লক্ষ টাকার মধ্যে থাকবে। ফিচার সম্পর্কে বলতে গেলে এতে ২০০W মোটর এবং ৬০V- ২৬/৫২/৭২ AH ব্যাটারী দেওয়া হয়েছে। একদিকে যেমন দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে এই স্কুটারটিতে, তেমনি থাকবে আকর্ষণীয় ডিজাইন।
আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কুটারের সাথে ওয়ারেন্টির পাশাপাশি সার্ভিসিংয়েরও ব্যবস্থা করেছে সংস্থা। আর আপনার কাছে যদি সবটা টাকা না থাকে তাহলেও আপনি স্কুটার কিনতে পারবেন ফাইন্যান্সের মাধ্যমে। এই বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর পুনিত গোওড়া বলছেন, ‘দেশে যে পরিমাণে বায়ুদূষণ হয়ে চলেছে তাতে জরুরী পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আর এই ক্ষেত্রে সবথেকে ভালো সমাধান দেয় ইলেকট্রিক যানবাহন। IME Rapid হিসেবে আমরা এমন একটি স্কুটার নিয়ে এসেছি যা আগের সমস্ত মানদণ্ডকে ছাপিয়ে গিয়েছে।’ জানা গিয়েছে এই স্কুটারটি প্রারম্ভিকভাবে বেঙ্গালুরুর বাজারে আনা হয়েছে। তবে খুব শীঘ্রই সেটি সমগ্র কর্ণাটক জুড়ে সরবরাহ করা হবে। এছাড়াও দেশের অন্যান্য রাজ্যতেও এই স্কুটারটি লঞ্চ হবে।
#এক #চরজই #ছটব #৩০০ #কম #১ #লখরও #কম #দমর #এই #সকটর #কনল #বচব #অনক #টক #Newshost24 #Safar
Leave a Reply