সময় যত এগিয়ে চলেছে ততই ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। দুই চাকা থেকে শুরু করে চারচাকা সবেতেই রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে অটোমোবাইল দুনিয়ায়। ইতিমধ্যেই আমাদের সামনে এরকম নানান যানবহন তুলে ধরেছে বিভিন্ন বিদ্যমান সংস্থার পাশাপাশি স্টার্টআপ সংস্থাগুলি। সেরকমই বিদ্যমান সংস্থার একটি ইলেকট্রিক গাড়ির সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
যে গাড়ির নির্মাতা ‘Maruti Suzuki’, আর এই গাড়িটির নাম ‘Maruti eVX’। জানা গিয়েছে, এ গাড়িতে ৬০ কিলোওয়াটের ব্যাটারীপ্যাক দেওয়া হতে পারে। যেটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ৫৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। যার দ্বারা এটাই স্পষ্ট যে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ভীষণই সুবিধাজনক হবে এই গাড়িটি।
সুরক্ষার জন্য সেখানে থাকবে এয়ারব্যাগ এবং এবিএস’এর মত উল্লেখযোগ্য ফিচার। এছাড়া যদি আমরা অন্যান্য আধুনিক ফিচার দেখি তাহলে টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডো, রিভার্স পার্কিং সেন্সর, এলইডি লাইট ইত্যাদি দেওয়া হবে। এটি মূলত সংস্থার কনসেপ্ট ইলেকট্রিক গাড়ি। আগামী কয়েক বছরের মধ্যে এই সেগমেন্টে আরও গাড়ি আনার পরিকল্পনা করেছে তারা।
কিছুদিন আগেই পোল্যান্ডের ক্রাকোতে এই গাড়ির কেমোফ্লেজ দেখা গিয়েছে। আসলে এটি এখন পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। তাই তার লঞ্চ এবং ডেলিভারির তথ্য সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে প্রথমে এই গাড়িটি বিশ্ববাজারে লঞ্চ হবে তারপরে সেটি ভারতীয় বাজারে আনা হবে। দাম দেখতে গেলে সেটির প্রাথমিক দাম ২৫ লক্ষ টাকা হতে পারে। এরপর ভ্যারিয়েন্ট অনুযায়ী সেগুলির আলাদা আলাদা দাম নির্ধারণ করা হবে।
Leave a Reply