বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিশাপ থেকে মুক্তি পেতে একজোট হচ্ছে সকলে। ফলে এর প্রভাব পড়ছে অটোমোবাইল শিল্পেও। বিকল্প হিসেবে উঠে আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের কথা। সাম্প্রতিক কয়েক বছরে পেট্রল গাড়ি ত্যাগ করে অনেক মানুষ ইলেকট্রিক গাড়ির ব্যবহার শুরু করেছে। সাথে বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।
বর্তমানে প্রায় সব গাড়ি প্রস্তুতকারী সংস্থায় ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ শুরু করেছে। তবে এবার সামনে এলো পরিবেশবান্ধব বাইসাইকেল। সম্প্রতি একজোড়া ইলেকট্রিক বাইসাইকেলের আনুষ্ঠানিক লঞ্চ করল ভার্টাস মোটর(Virtus Motors) যার নাম Alpha A ও Alpha I. সংস্থার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এটি লঞ্চ হবে বলে জানা গেছে। চলুন তাহলে এই নতুন দুই বাইসাইকেলের বৈশিষ্ট্য গুলি জেনে নেওয়া যাক-
Alpha A ও Alpha I- মধ্যবিত্তের সাধ্যের কথা ভেবেই আনা হয়েছে এই বাইসাইকেল। উভয় মডেল এই লক্ষ্য করা যাবে ৮.০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার একটি ফিক্সড ব্যাটারি। এছাড়াও কোম্পানির দাবি দুটি বাইসাইকেল স্মুথ রাইডিং নিশ্চিত করবে। আর এই জন্যই এতে যুক্ত করা হয়েছে সাস্পেনশন এবং ডিক্স ব্রেক যা যেকোনো ধরনের রাস্তাতে সাবলীল ভাবে চলতে সাহায্য করবে।
একই সাথে এতে থাকছে পেডাল অ্যাসিস্ট ও থ্রডেল ফলে ব্যবহারকারীরা নিজের শ্রম বা ব্যাটারি যে কোন সময়ে চালানোর শক্তি পাল্টাতে পারবেন। দাম সাধ্যের মধ্যে রাখা হলো এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব ফিচার যার মধ্যে থাকছে-
আর্গোনমিক সিট
ফ্রন্ট সাসপেনশন
রাবার গ্রিপ হ্যান্ডেল
২৫০ ওয়াট হাব মোটর
৩৬ভোল্ট ৮অ্যাম্পেয়ার ব্যাটারি
১inch LED screen
battery level, odometer, speedometer
Break sensor
এছাড়াও রয়েছে আরো অন্যান্য অত্যাধুনিক বৈশিষ্ট্য। তবে কোম্পানি দাবি করেছে ই-সাইকেল দুটির সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘন্টা। আপনি যদি এই মুহূর্তে একটি ইলেকট্রিক যানবাহনের কথা ভাবছেন তাহলে এটি আপনার জন্য দারুন অপশন হতে পারে। এই দুটি ই-সাইকেলের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ২৪৯৯৯ টাকা।
তবে কোম্পানি তরফ থেকে বর্তমানে দারুন অফার থাকছে। প্রথম ৫০ জন ক্রেতার হাতে মাত্র ১৫৯৯৯ টাকায় এগুলো বিক্রি করা হবে। পরবর্তী ১০০ জন ক্রেতা পাবেন ১৭৯৯৯ টাকায়। এরপর স্পেশাল ডিসকাউন্ট পিরিয়ড চলা পর্যন্ত সমস্ত ক্রেতারা এটি পেয়ে যাবেন ১৯৯৯৯ টাকায়। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন সাইকেল দুটি।
Leave a Reply