বর্তমানে দেশে পেট্রোল চালিত গাড়ির মত বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৈদ্যুতিক যানবাহন পরিবেশবান্ধব হওয়ায় এবং জ্বালানির খরচ না থাকায় অনেকেই কিনতে আগ্রহী হচ্ছেন। বিভিন্ন সংস্থা তারা তাদের তৈরি বৈদ্যুতিক যানবাহনে একাধিক ফিচার্স এনেছে যার ফলে আকৃষ্ট হচ্ছেন গ্রাহকেরা। তাই বলাই যায় পেট্রোল চালিত গাড়ির মতন বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা এখন ক্রমে বেড়ে চলেছে।
আজকের প্রতিবেদনে রইল একটি বৈদ্যুতিক স্কুটারের খোঁজ যা বিদ্যুৎ-এর মাধ্যমে চলার পাশাপাশি পরিবেশ বান্ধব বটে। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করল কাইনেটিক গ্রীন ফ্লেক্স নামে একটি বৈদ্যুতিক স্কুটার। যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। এটি বৈদ্যুতিক স্কুটার হওয়ার কারণে সকলেই এটি ব্যবহার করতে উৎসাহী। তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই বৈদ্যুতিক স্কুটারে।
পরিবেশ বান্ধব এই স্কুটারটিতে রয়েছে একটি শক্তিশালী ব্যাটারি। ৩.১ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারী রয়েছে এটিতে। মাত্র একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি ১২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। ১২০০ ওয়াটের শক্তিশালী মোটরের সাহায্যে স্কুটারটি ৭২ কিলোমিটার গতিতে ছুটতে পারে খুব সহজেই।
সংস্থার তরফে জানানো হয়েছে, স্কুটারটির সর্বোচ্চ গতি ৭২ কিলোমিটার। এই দুর্দান্ত স্কুটারটির অন রোড দাম ১.৫ লক্ষ টাকা। ফিচার্স হিসেবে স্কুটারটিতে রয়েছে অ্যান্টি-রবিং অ্যালার্ম, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কন্সোল, পুশ-বটন স্টার্ট, ডিজিটাল ট্রিপমিটার, রাইড-হোম মোড, ডিজিটাল ট্রিপমিটার সহ একাধিক সুবিধা।
Leave a Reply