বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের তুমুল চাহিদা রয়েছে গ্রাহকমহলে। যেই দিকটি মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক সংস্থা বিভিন্ন ইলেকট্রিক যানবাহন নিয়ে এসেছে। সেরকমই আজ আমরা আপনাদের একটি স্কুটারের কথা বলবো, যেটি খুব কম দামেই আপনি কিনে ফেলতে পারেন।
‘Jaunty Electric’ নামক এই স্কুটারে রয়েছে অত্যাধুনিক ফিচার্স। তবে দামের দিক দিয়ে এটি খুবই সস্তা। এতে ব্যবহার করা হয়েছে ২৪৯ ওয়াট মোটর। এই স্কুটারটি বর্তমানে দুটি ব্যাটারী ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। যেগুলি হলো 60V26Ah এবং 60V32Ah।
সম্পূর্ণ চার্জ হতে স্কুটারটি সময় নেয় ৬ ঘন্টা। সম্পূর্ণ চার্জ দিলে এটি ১০০ কিলোমিটার পথ চলতে সক্ষম। যেখানে সর্বোচ্চ গতি থাকবে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সুরক্ষার দিকটিকে মাথায় রেখে স্কুটারের সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক যোগ করা হয়েছে।
একইসাথে দুর্ঘটনা রোধ করার জন্য এতে এবিএস সিস্টেম দেওয়া হয়েছে। যার ফলে বর্ষাকালে খুব সহজেই চাকা স্কিড করার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এই স্কুটারের দাম রয়েছে ৬৫,০৬৪ থেকে ৯০,০৬৪ টাকা পর্যন্ত।
Leave a Reply