সম্প্রতি ‘E-Sprinto Amery’ নামক দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার এসেছে বাজারে। যা কম সময়ের মধ্যেই দারুণ সাড়া তুলেছে গ্রাহকমহলে। আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন অটো মোবাইল সংস্থাগুলি বিভিন্ন দুর্দান্ত ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। বিশেষ করে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই স্কুটারগুলি তৈরি করছে তারা। তাইতো কম দামে কে কত ভালো স্কুটার দিতে পারে এই নিয়ে প্রতিযোগিতা লেগেই রয়েছে। সেরকমই এবার একটি স্কুটার এসেছে বাজারে।
যেখানে ১৪০ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন গ্রাহকেরা। স্বাভাবিকভাবেই তাই স্কুটারের জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। জানা গিয়েছে লঞ্চের দুই সপ্তাহের মধ্যে নাকি ১০০০ ইউনিট বুকিং হয়েছে এই স্কুটারের। বিশেষ করে বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতোন শহরে এই স্কুটারের জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
যদিও আমরা ফিচার দেখি তাহলে এতে রয়েছে ৬০V ৫০ AH ব্যাটারীপ্যাক। একইসাথে এতে ২৫০০ ওয়াট বিএলডিসি মোটর দেওয়া হয়েছে। ফলে সেটি স্কুটারের পারফর্ম্যান্সকে আরো বেশি ভালো করেছে। জানা গিয়েছে, স্কুটারটি ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগ দেয়। যার দ্বারা এটাই স্পষ্ট যে ইলেকট্রিক স্কুটার হলেও তার গতিবেগ টেক্কা দিতে পারে পেট্রোলচালিত বাইক বা স্কুটারকে।
এছাড়া ওজন কম হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ করতেও অনেকটা সুবিধা হয়। যদি আমরা অন্যান্য যদি ফিচার দেখি তাহলে এতে পাবেন ডিজিটাল ডিসপ্লে, রিমোট কন্ট্রোল লক, অ্যান্টি থেফট অ্যালার্ম, এলইডি লাইট ইত্যাদি। মোট তিনটি রঙে উপলব্ধ হয়েছে এই স্কুটারটি। যেগুলি হলো হলুদ, সাদা ও কালো।
Leave a Reply