ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক গাড়ির বাজার ভারতের ক্রমশই বেড়ে চলেছে। আর এই বাড়ন্ত চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি লঞ্চ করে চলেছে একের পর এক ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি এবার ইলেকট্রিক স্কুটারের বাজারে দমদার বৈশিষ্ট্য সহ লঞ্চ হল ENIGMA AMBIER N8, যার বিশেষ আকর্ষণ রেঞ্জ। কোম্পানির দাবি এই গাড়িটির ব্যাটারি ফুল চার্জ হলে ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে।
নতুন স্কুটারটি চাপের মুখে ফেলতে পারে অন্যান্য ইলেকট্রিক স্কুটার গুলিকে। মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এর দামও রাখা হয়েছে একেবারে সাধ্যের মধ্যে। ENIGMA AMBIER N8 এর দাম পড়বে ১.০৫ লাখ টাকা। নিত্য অফিস যাতায়াত কিংবা কাজের প্রয়োজন কিংবা ছোটখাটো ট্রিপ.. সব ক্ষেত্রেই স্বল্প যাতায়াত খরচায় আপনার সফরে সঙ্গী হতে পারে এটি।
চলুন দেখে নেওয়া যাক এর ফিচারস স্পেসিফিকেশন ইত্যাদি-
স্কুটারে দেওয়া হয়েছে 63V 60AH লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি সঙ্গে 1500 ওয়াট মটর।
কোম্পানির দাবি অনুযায়ী এই দুই চাকাটি ফুল চার্জ হতে সময় লাগবে চার ঘন্টা। আর এক চার্জে এটি ২০০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এতে গতিবেগ পাওয়া যাবে 45kmph-50kmph.
পাঁচটি আকর্ষণীয় রঙের বিকল্পে এই স্কুটারটি পাওয়া যাবে যেগুলির মধ্যে হলো Thunderstrom Grey, হোয়াইট ব্লু, ম্যাট ব্ল্যাক, সিলভার। উল্লেখ্য অনলাইনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্কুটারটি বুক করতে পারবেন গ্রাহকরা। বুক করা হয়ে গেলে সংস্থার প্রতিনিধি গ্রাহকের সাথে যোগাযোগ করবে এবং কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
Leave a Reply