ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ সংস্থা ‘ওলা ইলেকট্রিক’ লঞ্চ করলো ‘S1 Pro Gen 2’ ইলেকট্রিক স্কুটার। তারা মূলত তাদের বিদ্যমান ইলেকট্রিক স্কুটার ‘S1 Pro’এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। যেখানে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে, সাথে রয়েছে দামের পরিবর্তন। বর্তমানে স্কুটারের এক্স-শোরুম মূল্য ১.৪৭ লক্ষ টাকা, যা আগের দাম থেকে ২৭,৫০০ টাকা বেশি।
চলুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কুটারে কী কী পরিবর্তন আনা হয়েছে-
এতে মূলত পরিবর্তিত ব্যাটারীপ্যাক দেওয়া হয়েছে। এছাড়াও স্কুটারটির ওজন কমিয়ে ১১৬ কেজিতে আনা হয়েছে। ফলে স্কুটারটি চালানো খুবই সহজ হবে। এছাড়াও স্কুটারের ব্যাটারী দক্ষতা ১৮১ কিলোমিটার থেকে ১৯৫ কিলোমিটার করা হয়েছে। ইকো মোডে এই স্কুটারটি ১৮০ কিলোমিটার রেঞ্জ দেবে এবং নর্মাল মোডে দেবে ১৪৩ কিলোমিটার।
একইসাথে নতুন টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে একটি উন্নত মোটর যোগ করা হয়েছে। যেটি ১১ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। বিশেষ করে এই বৈশিষ্ট্যই স্কুটারটিকে বেশি শক্তিশালী করে তুলেছে। যদিও এতে আগের মতোই বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেগুলি হলো ৭ ইঞ্চি টাচস্ক্রীম ইনফোটেইনমেন্ট সিস্টেম, নেভিগেশন, ব্লুটুথ কানেকশন ইত্যাদি।
Leave a Reply