গাড়ির স্টাইল ও পারফরম্যান্স যত উন্নত হবে ততই গাড়ির আভিজাত্য বাড়বে। তেমনি দুটি গারি হল Mahindra Thar ও নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Jimny। ধীরে ধীরে মাহিন্দ্রা ও মারুতি তাদের মাটি শক্ত করেছে। অপরদিকে টাটা মোটরস্ ধীরে ধীরে তাদের প্রস্তুত করছে। তবে এখনও পর্যন্ত তারা সেই স্তানে পৌঁছোতে পারেনি। জানা যাচ্ছে, 4 অর্থাৎ ফোর-হুইল ড্রাইভ রাগেড এসইউভি (SUV) আনতে চলেছে তারা।
এইক্ষেত্রে Sierra মডেলটি হতে পারে নতুন প্রজন্মের মডেল। SUV গাড়ির চাহিদা বর্তমানে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একাধিক মডেলের উপর গাড়ি তৈরি করে ক্রেতাদের মন জয় করে নিচ্ছে তারা। বর্তমানে মানুষ অফ-রোডার SUV মডেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। এর কারণ হিসেবে গাড়িগুলি অসমান রাস্তা, কাঁদাময় পথে চালাতেও বেশ সুবিধাজনক।
অপরদিকে Tata-কে দেখা গিয়েছে Safari, Sierra, Hexa একাধিক SUV মডেল আনতে। এই মডেলে থাকতে পারে প্রোডাকশন ভার্সন ফোর হুইল ড্রাইভ সিস্টেম। টাটা এবার একটি সম্পূর্ণ নতুন মডেল আনতে পারে যাতে থাকবে একাধিক ফিচার্স সহ চারিত্রিক বৈশিষ্ট্য। নতুন প্রজন্মের গাড়ি হিসেবে তারা আনতে পারে Sierra মডেলটি। জানা যাচ্ছে, এই গাড়িটি বৈদ্যুতিক ভার্সনে ২০২৫ সাল থেকে তৈরি হওয়া শুরু হবে।
তবে এর পাশাপাশি পেট্রোল ও ডিজেল ভার্সনেও আসবে বলে জানা গিয়েছে। অপরদিকে গাড়ি তৈরির কোম্পানি মাহিন্দ্রা তাদের একটি মডেল Thar-এর বৈদ্যুতিক ভার্সন তৈরি করতে শুরু করেছে। আগামী ১৫ই আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তারা এই গাড়ির উন্মোচন করবে বলে জানা গিয়েছে।
Leave a Reply