September 21, 2023, 8:17 am
যতই বিশ্বে নারীদের সমান অধিকারের কথা বলা হোক তারপরেও আজও কোথাও না কোথাও প্রদীপের নিচে বিরাজ করছে অন্ধকার। এমন বহু পরিবার আছে যেখানে কন্যা সন্তান হলে মন খারাপ করেন পরিবারের লোকেরা। কন্যা ও পুত্র সন্তানের মধ্যে বিভেদের প্রাচীর তাদের মধ্যে প্রবল। আর এইরকম চিন্তা ভাবনা বিভেদ থেকেই দেশের একটা বড় অংশের মেয়েরা শিক্ষা সম্পন্ন করতে পারে না। মেয়েদেরকে বোঝা হিসাবে ধরা হয়, সাবালিকা হতে না হতেই বিয়ে দিয়ে সেই বোঝা নামানোর চেষ্টা চলে।
কন্যার সন্তানদের পাশে দাঁড়াতে, সমতা আনতে, শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে মেয়েদের এগিয়ে দিতে নিয়ে আনা হয়েছে “বেটি বাঁচাও বেটি পড়াও”, “কন্যাশ্রী”-এর মতোন প্রকল্প। তবে এবার যাতে কন্যা সন্তান হলে কোনো পরিবারের মুখে অন্ধকার না নেমে আসে তার জন্য এক বড়সড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার।
এমন একটি প্রকল্প সামনে আনা হয়েছে যার ফলে পরিবারে কন্যা সন্তান জন্মালেও তাদের মুখের হাসি চওড়া হতে বাধ্য। দুর্দান্ত এই প্রকল্পটির নাম “আপকি বেটি হামারি বেটি”। রাজ্যে কন্যাভ্রুন হত্যার মতো ঘটনা বন্ধ করতে, কন্যা সন্তানের সংখ্যা বাড়ানোর জন্য এবং লিঙ্গ সমতা আনার জন্য এই পরিকল্পনা এনেছে হরিয়ানার রাজ্য সরকার। আসলে এই রাজ্যে কন্যা ভ্রূণ হত্যার সংখ্যা রেকর্ড হারে বেশি। যা একেবারেই অনৈতিক কাজ। এই পুরনো ধ্যান-ধারণা বদলাতে এবং এই ঘটনার রাশ টানতেই হরিয়ানার মহিলা এবং বালবিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারা এই সুবিধা পাবেন?
এই প্রকল্পের আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এবং সমাজে পিছিয়ে পড়া জাতিগুলির পরিবারের কন্যা সন্তান জন্ম নিলেই ২১ হাজার টাকা করে পাবেন পরিবাররা।
কখন এই টাকাটি পাওয়া যাবে?
এই টাকাটি সরাসরি হাতে দেওয়া হবে না। কন্যা সন্তান বড় হওয়ার পর অর্থাৎ ১৮ বছর বয়স সম্পূর্ণ হলে তবেই ব্যাংক থেকে টাকাটি তুলে নিতে পারবেন তার পরিবার।
কারা এই প্রকল্পের আবেদনের যোগ্য
প্রকল্প অনুযায়ী ২০১৫ সালের পর যে সমস্ত কন্যা সন্তানের জন্ম হয়েছে তারা সকলেই এর আওতায় আসবে। এই প্রকল্পের সুবিধা পেতে সন্তানের বাবা মাকে অবশ্যই হরিয়ানার স্থায়ী নিবাসী হতে হবে।
এই প্রকল্পের আওতায় আসতে কিভাবে আবেদন করতে হবে?
যদি এই প্রকল্পের আওতায় কেউ আসতে চায় সে ক্ষেত্রে প্রথমে যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে লগইন করে “স্কিম ফর চাইল্ড”-এর একটি অপশন পাবেন। সেটার উপর ক্লিক করলেই এই পরিকল্পনার অপশন দেখাবে। অপশনটি ক্লিক করলেই একটি ফর্ম খুলে যাবে যেখানে কন্যার নাম ও যাবতীয় নথি দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই কাজ শেষ।
#এবর #কনয #সসতন #জনমলই #২১ #হজর #টক #দব #সরকর #কভব #পবন #এই #সবধ #রইল #বসতরত #Newshost24 #Safar
Leave a Reply