শোনা যাচ্ছে, সম্প্রতি জিও-এর তরফে নতুন স্কুটার লঞ্চ করা হয়েছে। তবে এরপর রয়েছে আসল চমক। আর তা শুনলে যে কেউ অবাক হবেন তাতে সন্দেহ নেই। কারণ এই স্কুটারের দাম জানা গিয়েছে, মাত্র ১৭ হাজার টাকা। এত কম দামে স্কুটারের খোঁজ এর আগে কোনোদিন মেলেনি৷ তবে আজকের প্রতিবেদনে রইল জিও-এর স্কুটারের বিস্তারিত আলোচনা। শোনা যাচ্ছে এই স্কুটারে রয়েছে একাধিক সুবিধা।
তবে শুধু বৈদ্যুতিক নয়, পেট্রোল চালিত বৈদ্যুতিক দু’টি ভ্যারিয়েন্টে আসতে চলেছে স্কুটারটি। তবে এর রাখা হয়েছে ১৭ হাজার টাকা। যা স্কুটারের দাম হিসেবে অকল্পনীয়। জানা যাচ্ছে, স্কুটারে রয়েছে টিউবলেস টায়ার। এছাড়া শোনা যাচ্ছে এতে এমন কিছু ফিচার্স রয়েছে যা অন্যান্য স্কুটারের তুলনায় এটি বেশি সুবিধা দেবে গ্রাহককে।
অনেকে মনে করছেন চলতি বছরের আগামী ১৫ই আগস্ট জিও সাবস্ক্রিপশন চালু করার পরে ভারতের বাজারে আসতে চলেছে এই স্কুটার। তবে কোম্পানির তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি৷ কেউ কেউ বলছেন বৈদ্যুতিক স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ১১০ থেকে ১৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।
মাত্র পাঁচ সেকেন্ডে এটি স্বাভাবিক অবস্থার থেকে ৪৫ কিলোমিটার গতি ধরতে সক্ষম। জানা যাচ্ছে, এটি সাদা, কালো, লাল সহ মোট ১০টি রঙে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জিও স্কুটার রেজিষ্ট্রেশনের খবর ভাইরাল হচ্ছে। জানা যাচ্ছে, স্কুটারটি খুব কম দামে পাওয়া যাবে ও কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে বলেও শোনা যাচ্ছে। তবে কোম্পানির তরফে কিছুই ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।
Leave a Reply