1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
এবার মাত্র ১৭ হাজার টাকায় বাড়ি আনুন Jio-র নতুন স্কুটার, পাবেন দমদার মাইলেজের সঙ্গে ফাটাফাটি ফিচারস | Newshost24 Safar - Newshost24

September 30, 2023, 11:04 am

News Headline :
স্কয়ার ফুডে সেলস অফিসার পদে চাকরি Kangana Ranaut: আগামী ডিসেম্বরে বাগদান সারবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! পাত্র কে? Jeetu Kamal: “বাচ্চা বৌকে ভুলে গেলেন?’’ জিতু কামালের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সমালোচনা Hello UPI: নতুন পরিষেবা আনছে এনপিসি, ভয়েস কমান্ডের মাধ্যমে করা যাবে লেনদেন Rakhi Sawant: তৈরি হবে রাখি সাওয়ান্তের বায়োপিক, রাখির চরিত্রে থাকবেন আলিয়া ভাট Social Media Guidelines: সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে নতুন বিল কেন্দ্রের, তথ্যের উপর থাকবে কড়া নজর Hair fall: মেনে চলুন এই টিপস, দূর হবে চুল পড়ার সমস্যা Subject after Madhyamik: মাধ্যমিকে না থাকলেও, উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ার সুযোগ রাজ্যের পড়ুয়াদের Kanchan Mallick: কাঞ্চন মল্লিক প্রথম জীবনে ৯০০ টাকার বিনিময়ে সেলুনে ম্যানেজারের কাজ করেছেন ATM Card: এটিএম কার্ড রয়েছে? মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ, কীভাবে জেনে নিন

এবার মাত্র ১৭ হাজার টাকায় বাড়ি আনুন Jio-র নতুন স্কুটার, পাবেন দমদার মাইলেজের সঙ্গে ফাটাফাটি ফিচারস | Newshost24 Safar

এবার মাত্র ১৭ হাজার টাকায় বাড়ি আনুন Jio-র নতুন স্কুটার, পাবেন দমদার মাইলেজের সঙ্গে ফাটাফাটি ফিচারস | Newshost24 Safar

এবার মাত্র ১৭ হাজার টাকায় বাড়ি আনুন Jio-র নতুন স্কুটার, পাবেন দমদার মাইলেজের সঙ্গে ফাটাফাটি ফিচারস | Sangbad Safar
এবার মাত্র ১৭ হাজার টাকায় বাড়ি আনুন Jio র নতুন স্কুটার,

শোনা যাচ্ছে, সম্প্রতি জিও-এর তরফে নতুন স্কুটার লঞ্চ করা হয়েছে। তবে এরপর রয়েছে আসল চমক। আর তা শুনলে যে কেউ অবাক হবেন তাতে সন্দেহ নেই। কারণ এই স্কুটারের দাম জানা গিয়েছে, মাত্র ১৭ হাজার টাকা। এত কম দামে স্কুটারের খোঁজ এর আগে কোনোদিন মেলেনি৷ তবে আজকের প্রতিবেদনে রইল জিও-এর স্কুটারের বিস্তারিত আলোচনা। শোনা যাচ্ছে এই স্কুটারে রয়েছে একাধিক সুবিধা।

তবে শুধু বৈদ্যুতিক নয়, পেট্রোল চালিত বৈদ্যুতিক দু’টি ভ্যারিয়েন্টে আসতে চলেছে স্কুটারটি। তবে এর রাখা হয়েছে ১৭ হাজার টাকা। যা স্কুটারের দাম হিসেবে অকল্পনীয়। জানা যাচ্ছে, স্কুটারে রয়েছে টিউবলেস টায়ার। এছাড়া শোনা যাচ্ছে এতে এমন কিছু ফিচার্স রয়েছে যা অন্যান্য স্কুটারের তুলনায় এটি বেশি সুবিধা দেবে গ্রাহককে।

অনেকে মনে করছেন চলতি বছরের আগামী ১৫ই আগস্ট জিও সাবস্ক্রিপশন চালু করার পরে ভারতের বাজারে আসতে চলেছে এই স্কুটার। তবে কোম্পানির তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি৷ কেউ কেউ বলছেন বৈদ্যুতিক স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ১১০ থেকে ১৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।

মাত্র পাঁচ সেকেন্ডে এটি স্বাভাবিক অবস্থার থেকে ৪৫ কিলোমিটার গতি ধরতে সক্ষম। জানা যাচ্ছে, এটি সাদা, কালো, লাল সহ মোট ১০টি রঙে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জিও স্কুটার রেজিষ্ট্রেশনের খবর ভাইরাল হচ্ছে। জানা যাচ্ছে, স্কুটারটি খুব কম দামে পাওয়া যাবে ও কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে বলেও শোনা যাচ্ছে। তবে কোম্পানির তরফে কিছুই ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।


#এবর #মতর #১৭ #হজর #টকয় #বড় #আনন #Jioর #নতন #সকটর #পবন #দমদর #মইলজর #সঙগ #ফটফট #ফচরস #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews