ভারতের বাজারে ই-কমার্স সাইটের রমরমা রয়েছে। বাড়িতে বসে জিনিস অর্ডার দিলে তা পৌঁছে যাচ্ছে ঘরের দরজার সামনে। আর এই কারণে যত দিন এগোচ্ছে ততই বাড়ছে ই-কমার্স সাইটের জনপ্রিয়তা। ই-কমার্স সাইটগুলিতে মাঝেমধ্যে সেল থাকে। এই সেলে বিশেষ বিশেষ জিনিসের উপড় ডিসকাউন্ট দেওয়া হয়। তেমনই ফ্লিপকার্ট শপিং সাইটে এই সেল আসন্ন হয়েছে। এবারের সেলে সবথেকে বেশি গ্রহনযোগ্যতা পাবে আইফোন ১৩।
২০২২ সালে ফ্লিপকার্টের সেলেও এই মোবাইলটির বিক্রি হয়েছিল অবাক হওয়ার মতন। আপনি যদি এই মূহুর্তে একটি কম বাজেটের মধ্যে মোবাইল কিনতে চান ও সেই মোবাইল দামে কম ও পারফরম্যান্স, ফিচার্স ও ক্যামেরার দিক থেকে সন্তুষ্ট করে এমন হতে হয় তবে তার জন্য আপনি আইফোন ১৩ বেছে নিতে পারেন।
আইফোন ১৩ প্রো ২০২১ সালে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়। এবার এই স্মার্টফোনটি ২১,৩৯৯ টাকায় ফ্লিপকার্টে সেলের মাধ্যমে বিক্রি করা হবে। আইফোন ১৩ প্রো-এর উপর ফ্লিপকার্ট ৪৮,৫০১ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া আইফোন ১৩-এর দাম ৬১,৯৯৯ টাকা। এটির উপর ৭,৯০১ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এছাড়া গ্রাহকের যদি একটি HDFC Bank ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড থাকে তবে আরও ডিসকাউন্ট পাওয়া যাবে। এর মাধ্যমে ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে মোবাইলটি। ৩৮,৬০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে এক্সচেঞ্জ অফারে। সমস্ত রকম অফার কাজে লাগিয়ে আইফোন ১৩ কিনলে তা মিলবে মাত্র ২১,৩৯৯ টাকায়।
Leave a Reply