September 30, 2023, 10:58 am
মেট্রোরেল প্রজেক্ট কোম্পানির জন্য রাজধানীর মতিঝিল থেকে শাহবাগের টিএসসি পর্যন্ত জরুরি গার্ড নিয়োগের জন্য জিহাদ সিকিউরিটি সার্ভিস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জিহাদ সিকিউরিটি সার্ভিস
পদের নাম: মেট্রোরেল গার্ড
পদসংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা এসএসসি
পদোন্নতি: মেট্রোরেল গার্ড থেকে সুপারভাইজার এবং ইনচার্জ পর্যন্ত পদোন্নতি হয়।
বয়সসীমা : সর্বোচ্চ ৪২ বছর
বেতন: ১২,০০০ থেকে ১৫,০০০ (মাসিক)
অন্যান্য সুবিধা: বছরের ২৪ দিন বাৎসরিক ছুটি, ২ ঈদে বোনাস প্রদান এবং ওভার টাইম সুবিধা।
কাজের ধরন: প্রজেক্ট গার্ড
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মস্থল: দেশের যে কোনো স্থান
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৩
#এসএসস #পসই #মটররল #চকরর #নযগ #বজঞপত #পরকশ
Leave a Reply