1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
এসএসসি পাসে মীনা বাজারে চাকরি, পদ ১২টি - Newshost24

September 27, 2023, 6:05 am

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি, পদ ১২টি

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি, পদ ১২টি

সুপার শপ মীনা বাজারে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় নিয়োগ পাবেন।

পদের নাম: ডেলিভারি বাইক রাইডার। পদ সংখ্যা: ১২টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি। প্রয়োজনীয় দক্ষতা: পণ্য সরবরাহ করা, মোটর বাইক রাইডার।

কাজের ধরন: কোম্পানি পক্ষ থেকে দেওয়া মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন স্থানে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়া। নিয়ম অনুযায়ী হিসাব জমা দেয়া। ক্রেতাদের পণ্যসমূহ যত্ন সহকারে সরবরাহ করা। ক্রেতাদের নতুন পণ্য সম্পর্কে অবহিত করা।

চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মসময়: ৯ ঘণ্টা (রোস্টার করে ডিউটি করতে হবে)। সাপ্তাহিক এক দিন ছুটি। বয়সসীমা: ১৮-২৮ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগের স্থান: নারায়ণগঞ্জ, ঢাকা (ধানমন্ডি, বনশ্রী, মগবাজার, মিরপুর, সাভার)।

বেতন: ১১,০০০-১২,০০০ টাকা (মাসিক)। পার ডেলিভারি কমিশন ১০ টাকা মোবাইল বিল মাসিক ৩০০ টাকা। সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৩।


#এসএসস #পস #মন #বজর #চকর #পদ #১২ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews