ভারতে বৈদ্যুতিক গাড়ির লড়াইয়ে Ola নিজের নাম তালিকার অনেক উপরেই নিয়ে এসেছে। তবে এই ক্ষেত্রে পিছিয়ে নেই অন্যান্য সংস্থার গাড়িগুলিও। তেমনই Honda তাদের কারখানায় তৈরি করছে নতুন বৈদ্যুতিক মডেল Honda Activa। মনে করা হচ্ছে, হন্ডা তার সেগমেন্টে যে নতুন বৈদ্যুতিক গাড়িটি নিয়ে আসতে চলেছে তা আসলেই ওলার বাজারকে সরাসরি চ্যালেঞ্জ করা।
তবে আজকের প্রতিবেদনে রইল হন্ডার নতুন স্কুটারের বিস্তারিত বিবরণ। ভারতের বাজারে হন্ডার জনপ্রিয়তা বেশ ভালো হলেও বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে বিশেষ মাইলস্টোন স্পর্শ করতে পারেনি তারা। তাই এবার বৈদ্যুতিক দিক থেকেও নিজেদের এগিয়ে নিয়ে যেতে অগ্রসর হয়েছে এই কোম্পানি। ইতিমধ্যে এই গাড়িটির জন্য অনেকেই অপেক্ষা করে আছেন৷ গাড়িটির বৈদ্যুতিক মডেল অনেককেই ইতিমধ্যে আকৃষ্ট করেছে। তবে কবে গাড়িটি লঞ্চ হবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি সংস্থার তরফে।
তবে মনে করা হচ্ছে এটি আগামী বছরের শেষের আগে ভারতের বাজারে গাড়িটি লঞ্চ করা হবে। গাড়িটি যেহেতু বৈদ্যুতিক তাই পরিবেশবান্ধবও। এই কারণে অনেকেই বৈদ্যুতিক ভার্সনটি পছন্দ করেছেন। গাড়িটির দাম কত হবে সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, বৈদ্যুতিক স্কুটারটি একটি প্রিমিয়াম অফার হিসেবে হাজির হবে।
মনে করা হচ্ছে গাড়িটির ১ লক্ষ টাকা দাম নির্ধারিত হতে পারে। হন্ডার এই নতুন গাড়ি বাজারে এলে ওলার সঙ্গে যে বেশ চ্যালেঞ্জিং লড়াই শুরু হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। উভয় সংস্থা নিজেদের সেরা দিয়ে তাদের স্কুটারকে শীর্ষে রাখার চেষ্টা করে চলেছে তবে কে জিতবে তা এখনও স্পষ্ট নয়।
Leave a Reply