পৃথিবীতে প্রায় 700 কোটির মত মানুষ রয়েছে কিন্তু একেক জনের সাথে এক একজনের চেহারা যেমন মিল নাই তেমন আচার-আচরণেও। তবে অনেকেই বলে থাকেন একই চেহারা প্রত্যেক মানুষের ছয়জন অনুরূপ মানুষ আছে। এটি কতটা সত্য তা না পরীক্ষা করা হলেও সম্প্রতি একজনের চেহারার সাদৃশ্যযুক্ত আরেকজনের খোঁজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয় একই রকমের গুন দুজনের মধ্যে বর্তমান। জানতে চান কে সে?
রানু মন্ডলের কথা তো আশা করি সকলের মনে আছে। পরিবার-পরিজন পরিত্যক্ত রানাঘাট স্টেশনে পড়ে থাকা রানু মন্ডল এর গানের গলা এতটাই মুগ্ধ করেছিল সকলকে যার ফলে তার গুন দেখে তাকে নিয়ে নেন হিমেশ রেশমিয়া। তারপর হিমেশের পরিচালনায় রানুর গলায় রেকর্ড করা নতুন গান যা সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
এইতো কিছুদিন আগের কথা জানা গেছিলো তিনি বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপঙ্করের সঙ্গেও একটি গানের ভিডিও শুট করতে চলেছে। এরপর তার নতুন গানের অপেক্ষায় রয়েছেন নেটিজেনরাও। আর তারই মধ্যে ম্যাজিকের মতো খোঁজ পাওয়া গেল রানু মন্ডলের মতোন দেখতে হুবহু এক মহিলার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে রানু মন্ডল মাকে খুঁজে পাওয়া গেছে। ভাবছেন তো এতদিন হয়ে গেল রানুতো নিজের মায়ের কথা বলেননি। আসলেই ইউটিউব এ পোস্ট এই ভিডিওতে অবিকল রানু মন্ডল এর মত দেখতে একজনকে গান গাইতে দেখা যাচ্ছে।
এই মহিলাকে দিয়েও রানু মন্ডল এর তেরি মেরি গানটি গাওয়ানো হয়েছে। আসলে রানু মন্ডল এর মত দেখতে বলেই অনেকে মজার ছলে তাকে রানু মন্ডলের মা হিসেবে ডেকেছেন। তবে আদবে তিনি রানু মন্ডলের পরিচিত কেউ নন। এই মহিলাটি রানুর বিষয়ে কিছু জানেন পর্যন্ত না।
Leave a Reply