ভারতের জনপ্রিয় বাইক তৈরির সংস্থার মধ্যে হন্ডা অন্যতম। কম দামে অত্যাধুনিক ফিচার্স নিয়ে এই সংস্থা বারংবার তার গ্রাহকদের চমকে দিয়েছে। তাই আবারও চমকের পালা। এবার হন্ডা নিয়ে আসছে নতুন বাইক যা ১৬০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির হতে চলেছে। এটি শোনার পর অনেকেরই চোখ বড় বড় হয়ে গিয়েছে।
আর সেই মডেলটি হল Unicorn 160। শোনা যাচ্ছে সংস্থা আরও একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে যার নাম SP 160। এই মডেলটির আরেকটি পুরোনো মডেল রয়েছে যার নাম SP 125। এবার নতুন মডেলটি হতে চলেছে পুরোনো মডেলের আপগ্রেড ভার্সন।
আর এই কারণে দু’টি মডেলেই রয়েছে বেশ মিল। শোনা যাচ্ছে ব্যবহার করা হবে Unicorn ১৬০ রিফাইন্ড ইঞ্জিন। হন্ডার নতুন বাইক SP 160 ভারতের বাজারে আগস্ট মাসে লঞ্চ হতে চলেছে। এই নতুন বাইকে থাকবে ১৬২.৭ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম গতিতে ১২.৯ এইচপি পাওয়ার ও ৫,৫০০ গতিতে ১৪ এনএম টর্ক উৎপন্ন করে।
এছাড়া বাইকে থাকছে ৫ স্পীড গিয়ারবক্স যার সাহায্যে বাইকটি পারফর্মেন্সের দিক থেকে আরও শক্তিশালী ও মজবুত হয়ে ওঠে। লঞ্চ না হওয়ার করার এখনও ফিচার্স ও পারফরম্যান্সের বিষয়টি স্পষ্ট নয়৷
Leave a Reply