ইন্দোনেশিয়ার পর এবার ভারতে লঞ্চ হতে চলেছে ‘Oppo A78 4G’। সংস্থার তরফ থেকে অবশেষে ট্যুইট করে বিষয়টি জানানো হয়েছে। যদিও ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হয়তো আগস্টের শুরু থেকেই বাজারে এই ফোন বিক্রির জন্য উপলব্ধ হবে। সেক্ষেত্রে অফলাইনে কিনতে গেলে ফোনটির ১৮,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে দাম হতে পারে।
ফিচার্স:
এতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। তবে এই স্টোরেজ এক টিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।
ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। ক্যামেরা দেখতে গেলে এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ হিসেবে এতে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।
Leave a Reply